Dr. Neem on Daraz
Victory Day

দেবীগঞ্জে লকডাউনের প্রথমদিনে প্রশাসনের কড়া নজরদারি


আগামী নিউজ | শেখ ফরিদ, দেবীগঞ্জ(পঞ্চগড়)প্রতিনিধিঃ প্রকাশিত: জুলাই ১, ২০২১, ০৮:২৬ পিএম
দেবীগঞ্জে  লকডাউনের প্রথমদিনে  প্রশাসনের কড়া  নজরদারি

ছবিঃ আগামী নিউজ

পঞ্চগড়ঃ জেলার দেবীগঞ্জ উপজেলায় লকডাউন এর প্রথমদিনে  বৃহস্পতিবার(  ০১জুলাই)উপজেলা প্রশাসন ও দেবীগঞ্জ থানা পুলিশের  ব্যাপক প্রচার প্রাচারনা ও টহল দিতে দেখা যায়।

দেবীগঞ্জ বাজারের কাপড় দোকান সহ প্রায় সব দোকানপাট বন্ধ।শুধু ঔষধ, কাচাবাজার,ফলসহ জরুরী কিছু দোকান  খোলা আছে।বাজারে প্রায় সব মানুষের মুখে মাস্ক দেখা যায়।জরুরী কাজ ছাড়া ঘর থেকে বের হচ্ছে না উপজেলার  মানুষ।

এদিকে উপজেলার হাটবাজার গুলোতে লকডাউন সফল করতে উপজেলা নির্বাহী অফিসার প্রত্যয় হাসান সকাল থেকে উপজেলা সদর এবং বিভিন্ন ইউনিয়নে লকডাউন পরিস্থিতি মনিটরিং করেন এবং স্বাস্থ্যবিধি মেনে চলতে মাক্স পরিধান ও অযথা বাড়ির বাইরে ঘুরাঘুরি না করতে হ্যান্ড মাইক দিয়ে অনুরোধ করেন। এসময় উপজেলা নির্বাহী অফিসারে সাথে সাংবাদিক রাহাত হাসান রনি ও  আনসার বাহিনীর একটি টিম  উপস্তিত ছিলেন।

দেবীগঞ্জ থানা পুলিশ সদরে, ইউনিয়ন গুলো ও  রাস্তার মোরে মোরে কড়া নজরদারি দিচ্ছে। বাইরের কোন গাড়ি শহরে ডুকতে দিচ্ছে না।সব গাড়ি গুলো দেবীগঞ্জ বিজয় চত্বরে জমা হয়ে আছে।

দেবীগঞ্জ উপজেলা স্বাস্থ্য পঃ পঃ কর্মকর্তা ডাঃ হাসিনুর রহমান জানান ,উপজেলায় এ পর্যন্ত ১৭৮ জন আক্রান্ত হয়েছেন এর মধ্যে ৫ জনের মৃত্যু হয়েছে ১০ জন এখন চিকিৎসাধীন আর বাকি ১৬৩ জন সুস্থ হয়েছেন।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে