Dr. Neem on Daraz
Victory Day

লকডাউন বাস্তবায়নে ফুলবাড়ীতে কঠোর অবস্থানে প্রশাসন


আগামী নিউজ | জাহাঙ্গীর আলম, কুড়িগ্রাম জেলা প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১, ২০২১, ০৭:০৪ পিএম
লকডাউন বাস্তবায়নে ফুলবাড়ীতে কঠোর অবস্থানে প্রশাসন

ছবিঃ আগামী নিউজ

কুড়িগ্রামঃ জেলার সীমান্তবর্তী উপজেলা ফুলবাড়ীতে লকডাউন বাস্তবায়নে কঠোর অবস্থানে উপজেলা প্রশাসন। সরকারি বিধি নিষেধ মানাতে বৃহস্পতিবার সকাল থেকে উপজেলার ছোট-বড় বিভিন্ন হাট-বাজারগুলোতে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পুলিশ প্রশাসন ও আনসার বাহিনী অভিযান চালিয়ে দোকানপাট বন্ধ করে দেন।
 
লকডাউন বাস্তবায়নে উপজেলার ছয় ইউনিয়নের বিভিন্ন হাট-বাজারগুলোতে অভিযান চালান, উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস, অফিসার ইনচার্জ রাজীব কুমার রায়, পুলিশ পরিদর্শক (তদন্ত)সারওয়ার পারভেজ,সহ-সরকারি অন্যান্য কর্মকর্তা বৃন্দ।
 
উপজেলার ফুলবাড়ী বাজারসহ-খড়িবাড়ি,বড়ভিটা,নেওয়াশী, গোরক মন্ডব, বালার হাট, গংগারহাট, কাশিপুর,কলেজ মোড়, বেড়াকুটি হাট, ঘুঘুর হাট,নাওডাঙ্গা, পুলের পার, চাঁদের হাট,আছিয়া বাজার সহ- ছোট-বড় সকল বাজারে সকাল থেকে টহল দিচ্ছে পুলিশ। নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দোকান পাট ছাড়া সকল ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ করে দেয়া হয়েছে। রাস্তাঘাটে যান চলাচল একদম ঢিলে ঢালা,নাই বললেই চলে। 
 
উল্লেখ্য,গত একমাসে উপজেলায় ২৭ জন করনা আক্রান্ত ২৯ করোনায় আক্রান্ত হয়। এরমধ্যে সীমান্তবাসী সহ দুই জনের মৃত্যু হয়েছে।
 
পুলিশ প্রশাসনের পক্ষ থেকে মাইকিং এর মাধ্যমে জনসাধারণকে সচেতন করা ও করোনা মহামারীর বিস্তার ঠেকাতে বিনা প্রয়োজনে ঘর থেকে বের না হওয়ার আহ্বান জানানো হচ্ছে। অন্যথায় সরকারি বিধি নিষেধ অমান্যকারীদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়ার কথা জানানো হচ্ছে। 
 
উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস জানান, সরকার ঘোষিত সাত দিন লকডাউন এর প্রথম দিন আজ। লকডাউন বাস্তবায়নে উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, পুলিশ প্রশাসন,ও  আনসার বাহিনী মাঠে কাজ করছে। বিভিন্ন বাজারে অভিযান চালিয়ে,অহেতুক বাহিরে ঘোরা ফেরাকারী বেশ কয়েকজনের, সরকারি বিধি মোতাবেক জরিমানাও করা হয়েছে। যারা সরকারি বিধি নিষেধ অমান্য করবেন তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে