Dr. Neem on Daraz
Victory Day

চট্টগ্রামে বিনা কারনে বাইরে বের হওয়ায় আটক ২১


আগামী নিউজ | শরীফ হায়দার, চট্টগ্রাম জেলা প্রতিনিধি প্রকাশিত: জুলাই ১, ২০২১, ০৫:০২ পিএম
চট্টগ্রামে বিনা কারনে বাইরে বের হওয়ায় আটক ২১

ফাইল ফটো

চট্টগ্রামঃ দেশব্যাপী চলমান লকডাউন চলাকালে চট্টগ্রাম মহানগরীতে লকডাউন কেমন হচ্ছে তা দেখতে অযথা বিনা কারনে ঘোরাঘুরি করার সময় পুলিশের হাতে আটক হয়েছেন ২১ জন। 
 
আজ (১ জুলাই) বৃহস্পতিবার সকালে নগরীর ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ বাদামতলী মোড় থেকে বাহিরে বের হওয়ার কোন কারন দেখতে না পারার কারনে তাদের আটক করা হয়।
 
লকডাউনের প্রথম দিন চট্টগ্রাম মহানগরীর আগ্রাবাদ এলাকায় লকডাউন পরিদর্শনে আসেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার সানা শামিমুর রহমান। 
 
এ সময় উপকমিশনার (পশ্চিম) আবদুল ওয়ারীশ, সহকারী কমিশনার ডবলমুরিং অঞ্চল মাহমুদুল হাসান প্রমুখ উপস্থিত ছিলেন।
  
বিষয়টি নিশ্চিত করে ডবলমুরিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন আগামী নিউজকে বলেন, মহামারী করোনা ভাইরাসের সংক্রমণ প্রতিরোধে সরকার ঘোষিত কঠোর লকডাউনের মধ্যে বিনা প্রয়োজনে অযথা ঘোরাঘুরি করার সময় আটককৃতদের বাহিরে বের হওয়ার কারন জানতে চাইলে বাহিরে বের হওয়ার কোন কারন দেখাতে না পারায় ২১ জনকে আটক করা হয়। আর জরুরি প্রয়োজনে বের হওয়া লোকদের আমরা গন্তব্যে পৌঁছাতে সহযোগিতা করছি।এ পাশাপাশি অকারণে যারা বের হয়েছেন, তাদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করছি।
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে