Dr. Neem on Daraz
Victory Day

করোনা চিকিৎসার সক্ষমতা নেই এমন রোগীদের চিকিৎসার দায়িত্ব নিলেন এমপি শিবলী


আগামী নিউজ | দিপংকর রায়, দিনাজপুর প্রতিনিধি প্রকাশিত: জুন ৩০, ২০২১, ০৮:৪২ পিএম

দিনাজপুরঃ দুই বারের নির্বাচিত দিনাজপুর-৬ (হাকিমপুর, ঘোড়াঘাট, বিরামপুর, নবাবগঞ্জ) আসনের সংসদ সদস্য  শিবলী সাদিক   নিজ নির্বাচনী এলাকার করোনা আক্রান্ত দরিদ্র রোগীদের চিকিৎসার দায়িত্ব নেওয়ার ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (২৯ জুন) বিকেলে নিজের ফেসবুক আইডি থেকে লাইভে এসে তিনি এ ঘোষণা দেন।

ফেসবুক লাইভে তিনি বলেন, গ্রামে-গ্রামে জ্বর ও করোনার প্রকোপ দেখা দিয়েছে। ইতোমধ্যে আমার নির্বাচনী এলাকার চারটি উপজেলাতেই ৬০ থেকে ৭০ ভাগ করোনা রোগী শনাক্ত হচ্ছে। আমি প্রতিটি পরিবারকে অনুরোধ করছি, আপনারা দয়া করে করোনা পরীক্ষা করান। 

তিনি বলেন, ইতোমধ্যে আমি প্রশাসনকে নির্দেশনা দিয়েছি, সকল করোনা রোগীর নাম ও ফোন নম্বর আমার কাছে পাঠানোর জন্য। আমার নির্বাচনী এলাকার সব উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্বাস্থ্য কর্মকর্তাকে জানাচ্ছি, আপনারা দয়া করে প্রত্যেক দিন যারা করোনায় আক্রান্ত হচ্ছেন তাদের নাম ও ফোন নম্বর আমার হোয়াটসঅ্যাপে পাঠান। আমি তাদের খোঁজখবর রাখতে চাই। 

তিনি আরও বলেন, আপনাদের সন্তান হিসেবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে শুধু এইটুকু বলতে চাই, আপনাদের চিকিৎসা কোথায় কীভাবে হবে তার দায়িত্ব আমি নেব। শুধু আপনারা আমাকে জানান, আপনাদের কার পক্ষে করোনার চিকিৎসা করার সক্ষমতা নেই। আপনারা যারা অসুবিধায় আছেন, কষ্টে আছেন, তারা দয়া করে এই তথ্যটা দেন।

এ বিষয়ে সংসদ সদস্য শিবলী সাদিক জানান, আমার নির্বাচনী এলাকার দরিদ্র কিন্তু চিকিৎসা করাতে পারছেন না এমন সব পরিবারের চিকিৎসার দায়িত্ব আমি নিতে চাই। তাদের চিকিৎসাসেবা থেকে শুরু করে ওষুধ সবকিছু বিনামূল্যে দিতে চাই। যাতে করে আমার নির্বাচনী এলাকার একটি মানুষও যেন করোনা আক্রান্ত হয়ে অবহেলা কিংবা চিকিৎসার অভাবে মারা না যায়। মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশে প্রতিদিন আমি আমার প্রত্যকটি নির্বাচনী উপজেলায় করোনা আক্রান্তের খোঁজ খবর নিচ্ছি। মহামারি পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এ ধারা অব্যাহত থাকবে।

উল্লেখ্য দিনাজপুর ৬ আসনের(বিরামপুর, হাকিমপুর, নবাবগঞ্জ,ঘোড়াঘাট) জাতীয় সংসদ সদস্য নির্বাচিত হয়ে শিবলী সাদিক (এমপি) এই অঞ্চলের অসহায়, গরীব মেহনতি মানুষের পাশে সুনামের সাথে দাঁড়ানোর বেশ জনপ্রিয়তা আছে।    

 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে