নোয়াখালীঃ জেলার সুবর্ণচরে সড়ক দূঘটনায় সিএনজি চালিত অটোরিকশা যাত্রী মনোয়ারা বেগম (৫৫) নামে এক বৃদ্ধা নারীর মৃত্যু হয়েছে। এসময় সিএনজিতে থাকা অপর তিন যাত্রী আহত হয়েছেন এবং সিএনজি চালককে আটক করা হয়েছে।
বুধবার বিকেল সাড়ে পাঁচটার দিকে উপজেলার চরজুবিলী ইউনিয়নের আটকপালিয়া সংলগ্ন বেপারী বাড়ির সামনে চরজব্বার—সোনাপুর সড়কে এ দূঘটনা ঘটে।
নিহত মনোয়ারা বেগমের বাড়ি হাতিয়া উপজেলার হরণি ইউনিয়নে্র পূর্ব মোহাম্মদপুর গ্রামে।আহত একজন নাম রাহি অপর দুইজনের নাম জানা যায়নি।
নিহত মনোয়ারা বেগমের ছেলে টিটু জানান, হাতিয়ার হরনি থেকে তাঁর মা বড় ভাইয়ের ছেলে রাহিকে নিয়ে জেলা সদরের সোনাপুরে বড় বোনের বাড়িতে যাচ্ছিলেন। পথে সিএনজি চালিত অটো রিকসা নিয়ন্ত্র্রণ হারিয়ে পিকআপ ভ্যানের পেছনে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন । পরে স্থানীয়রা উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎস তাঁকে মৃত ঘোষণা করেন। সন্ধ্যে সাতটায় এই রিপোর্ট লেখা পর্যন্ত টিটু তাঁর মায়ের লাশ নিয়ে গ্রামের বাড়িতে ফিরছেন।
২৫০ শয্যা বিশিষ্ট জেলা সদর হাসপাতালের আবাসিক চিকিৎসক( আরএমও) ডাঃ ফজলুল আজিম মহি উদ্দিন জানান, মনোয়ারা বেগমের মাথায় আঘাত লেগে প্রচুর রক্তক্ষরণ হয়ে যাওয়ায় পথেই তিনি মারা যায়। আহত রাহিকে চিকিৎসা দেয়া হচ্ছে। অপর দুইজন অন্যত্র চিকিৎসা নিচ্ছেন।
চরজব্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জিয়াউল হক জানান, সিএনজি চালিত অটোরিকশা ও পিকআপভ্যান পুলিশ হেফাজতে নিয়ে আসা হয়েছে। সিএনজি চালককে আটক করা হয়েছে। এ ব্যাপারে এখনো কোন অভিযোগ পাইনি ।অভিযোগ পেলে আইনি ব্যবস্থা নেব।