Dr. Neem on Daraz
Victory Day

রাজশাহীতে জমি নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ১৫


আগামী নিউজ | আমানুল্লাহ আমান, রাজশাহী জেলা প্রতিনিধি প্রকাশিত: জুন ৩০, ২০২১, ০৭:৩৬ পিএম
রাজশাহীতে জমি নিয়ে সংঘর্ষে নিহত ২, আহত ১৫

ছবিঃ আগামী নিউজ

রাজশাহীঃ নগরীতে জমিজমা নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে।

বুধবার (৩০ জুন) দুপুরে নগরীর দাশপুকুর এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত হয়েছেন দুইজন। এছাড়া উভয়পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

নিহতরা হলেন দাশপুকর এলাকার সাজদার আলীর ছেলে শফিকুল (৪৫) ও গিয়াস উদ্দিনের ছেলে জয়নাল হোসেন (৪৫)।

স্থানীয়দের বরাত দিয়ে পুলিশ জানায়, জমিজমা নিয়ে বিরোধের জের ধরে দাশপুকুর এলাকার মাহাতাব ও শফিকুলের গ্রুপের মধ্যে সংঘর্ষ শুরু হয়। এতে শফিকুল নিহত হন। তবে আহত হন মাহাতাব হোসেন। এছাড়া তার গ্রুপের কামাল হোসেনের স্ত্রী সালমা বেগম, মুনসুর আলীর ছেলে সোহেলসহ অজ্ঞাত আরো বেশ কয়েকজন আহত হন। আর শফিকুলের পক্ষের তারই ভাই আব্দুস সালাম, লুৎফর আলীর ছেলে সোহাগ হোসেন আহত হন। তাদের উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। এদের মধ্যে পাঁচজনের অবস্থা গুরুতর। একজনকে নেয়া হয়েছে আইসিইউতে। পরে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয় এবং তিনজনকে গ্রেপ্তার করে।

এ ব্যাপারে আরএমপির রাজপাড়া থানার ওসি মাজাহারুল ইসলাম জানান, ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। আহতরা হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। আর নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রামেক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে