Dr. Neem on Daraz
Victory Day

ফরিদপুরে মাদ্রাসা শিক্ষকের নির্যাতনে ২ শিক্ষার্থী আহত 


আগামী নিউজ | সুমন ইসলাম, ফরিদপুর প্রতিনিধি প্রকাশিত: জুন ৩০, ২০২১, ০৪:১২ পিএম
ফরিদপুরে মাদ্রাসা শিক্ষকের নির্যাতনে ২ শিক্ষার্থী আহত 

ছবি : আগামী নিউজ

ফরিদপুরঃ জেলার নগরকান্দায় মাদ্রাসা শিক্ষকের নির্যাতনে দুই শিক্ষার্থী আহত হওয়ার অভিযোগ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে উপজেলার কাইচাইল ইউনিয়নের সুতারকান্দা দারুস সালাম ইসলামীয়া মাদ্রাসায়। আহতরা হলো উপজেলার জিয়াকুলী গ্রামের বাদল মোল্যার ছেলে নিজাম(৯) ও জলফত জমাদ্দারের ছেলে আর্শিক (১০)।  দুই জনই উক্ত মাদ্রাসার হেফজ বিভাগের ছাত্র।

জানাগেছে বুধবার (৩০ জুন) মাদ্রাসায় ফজরের নামাজের পর শিক্ষার্থীদের নিয়ে তালিম চলছিল। এসময় হেফজো বিভাগের ছাত্র নিজাম ও আর্শিক বসে বসে ঘুমাচ্ছিল। মাদ্রাসার শিক্ষক হাফেজ রকিবুল ইসলাম উক্ত দুই ছাত্রকে দাঁড় করিয়ে একে অপরের মাথায় স্বজোরে আঘাত করে। এতে দুইজনের মাথা ফেটে রক্ত ঝরতে থাকে। পরে পাশ্ববর্তী পোড়াদিয়া বাজারে গ্রাম্য চিকিৎসকের নিকট এনে দ’জনের মাথায় সেলাই দিয়ে বাড়ী পাঠিয়ে দেওয়া হয়। এ ঘটনার পর থেকে শিক্ষক হাফেজ রকিবুল ইসলাম পলাতক রয়েছেন। 

আহত ছাত্র নিজামের বাবা বাদল মোল্যা অভিযোগ করে বলেন, আমার ছেলে হেফজ বিভাগে পড়ে । শিশু ছেলে ফজরের নামাজ পড়ে মাদ্রাসায় বসে তালিম শুনছিলেন। আশিক নামে আরেকটি ছেলে দু’জনে ঘুমের ঝিম পাড়ছিল। তাতেই হুজুর দু’জনের একে অপরের মাথায় টক্কোর মারে। দু’জনের মাথা ফেটে রক্ত বের হয়। আমার ছেলের মাথায় চারটি সেলাই করা হয়েছে।

মাদ্রাসার মোহতামিম আবু বকর সিদ্দিক বলেন, আমি মাদ্রাসায় ছিলাম না। একটা অনাকাঙ্খিত ঘটনা ঘটে গেছে। শিক্ষকের বিরুদ্ধে মাদ্রাসার কমিটির পক্ষ থেকে ব্যবস্থা নেওয়া হবে। 

উপজেলা নির্বাহী কর্মকর্তা জেতী প্রু বলেন, দুই শিক্ষার্থীকে উন্নত চিকিৎসার জন্য অভিভাবকদের পরামর্শ দেওয়া হয়েছে। আর অভিযুক্ত শিক্ষকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে