Dr. Neem on Daraz
Victory Day

বেনাপোলে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মানের চ্যালেঞ্জিং বাজেট ঘোষনা  


আগামী নিউজ | বেনাপোল প্রতিনিধি :  প্রকাশিত: জুন ২৮, ২০২১, ০৮:৪৬ পিএম
বেনাপোলে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মানের চ্যালেঞ্জিং বাজেট ঘোষনা  

ছবিঃ আগামী নিউজ

যশোরঃ বেনাপোল পৌরসভার ২০২১-২২ প্রস্তাবিত অর্থবছরের বাজেটে ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মানের চ্যালেঞ্জ নিয়ে বেনাপোল পৌর মেয়র বাজেট ঘোষনা করেছেন। 

সোমবার দুপুরে বেনাপোল পৌরসভায় স্বাস্থ্য বিধি অনুসরন করে মেয়র আশরাফুল আলম লিটন ৫৫ কোটি ৫৫ লাখ ৫৪ হাজার ১১৫ টাকা ৭৯ পয়সার বাজেট ঘোষনা করেন। সরকারের নীতি বাস্তবায়নের অংশ হিসেবে সামাজিক নিরাপত্তা বলয় সৃষ্টির লক্ষে নারীর ক্ষমতায়ন ও দুস্থ জনগোষ্টির জীবন মান উন্নয়ন, বিশুদ্ধ পানি সরবরাহ, পয় নিষ্কাশন ব্যবস্থা, রাস্তা, ড্রেন নির্মান, সড়ক বাতি সম্প্রসারন, বৃক্ষরোপন, মশা নিধন, শিক্ষা ও মেধাবৃত্তি ধর্মীয় ও সামাজিক প্রতিষ্ঠান উন্নয়নে যথাযথ ব্যবস্থা গ্রহন করা হবে।

বেনাপোল পৌর এই বাজেটে এবার ২০ মিটার সুপেয় পানির পাশাপাশি ৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল নির্মানের বিষয়ে গুরুত্বরোপ করেন।

পৌর মেয়র লিটন বলেন, সীমান্তের এই অবহেলিত জনপদের সুচিকিৎসার জন্য এখানে প্রয়োজন একটি আধুনিক হাসপাতাল। জেলা শহর বেনাপোল থেকে প্রায় ৪০ কিলোমিটার দুরে। তাই এখানকার জনসাধারনের চিকিৎসার জন্য একটি হাসপাতাল জরুরী প্রয়োজন। চলতি অর্থ বছরের বাজেটকে চ্যালেঞ্জিং বলে মন্তব্য করেন। কারন এই বাজেট থেকে একটি হাসতাপাতাল নির্মান করা হবে।

সংক্ষিপ্ত বাজেট বিবরনী থেকে জানা যায়, ঘোষিত বাজেট এর ৫০ শয্যা হাসপাতাল, ২০ কিলোমিটার পানির লাইন এবং সুপেয় ওয়াটার ট্রিটমেন্ট প্লান্ট ও শিক্ষা খাতে বেশী অর্থ বরাদ্দ দেওয়া হয়েছে। এসব খাতের যোগান আসবে সরকারের বিভিন্ন প্রকল্পের বরাদ্দ থেকে। তবে করোনা মহামারি সংক্রামণ এর জন্য এবার পৌর কর বাড়ানো হয়নি। বাজেট ঘোষনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেনাপোল পৌর সচিব রফিকুল ইসলাম, বিভিন্ন পেশার মানুষ, কাউন্সিলারবৃন্দ এবং পৌর কর্মচারী কর্মকর্তাবৃন্দ। 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে