Dr. Neem on Daraz
Victory Day

সুবর্ণচরে কৃষি অধিদপ্তরের কৃষি যন্ত্রপাতি বিতরণ


আগামী নিউজ | নোয়াখালী প্রতিনিধি প্রকাশিত: জুন ২৮, ২০২১, ০৬:১২ পিএম
সুবর্ণচরে কৃষি অধিদপ্তরের কৃষি যন্ত্রপাতি বিতরণ

ছবিঃ আগামী নিউজ

নোয়াখালীঃ জেলার সুবর্ণচরে বাংলাদেশ কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম পেজ-২ (এনএটিপি-২) প্রকল্পের এআইএফ-২ (এগ্রিকালচারাল ইনোভেশন ফান্ড -২) উপ প্রকল্পের আওতায় কৃষকদের মাঝে কৃষি যন্ত্রপাতি বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সামনে বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয় ।

সুবর্ণচর উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তর কর্মকর্তা মো. হারুন অর রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সুবর্ণচর উপজেলা নির্বাহী কর্মকর্তা চৈতী সর্ববিদ্যা। 

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা ভাইস চেয়ারম্যান ফরহাদ হোসেন চৌধুরী বাহার, সাংবাদিক আব্দুল বারী বাবলু,আরিফ সবুজ, মুজাহিদুল ইসলাম সোহেল, সানা উল্যাহ প্রমুখ। 

এসময় উপজেলার চরওয়াপদা ইউনিয়নের সুলতান নগর সিআইজি (পুরুষ) সমিতি ও চরবাটা ইউনিয়নের ২নং ওয়ার্ড সিআইজি (পুরুষ) সমিতিকে কৃষি অধিদপ্তর ৭০% অনুদানে ১টি পাওয়া টিলার,১টি মাড়ায় যন্ত্র,১টি ট্রাক্টর ট্রলি, ১টি সেচ পাম্প, ১০টি হ্যান্ড স্পেয়ার করে দুটি সমিতিকে মোট ১১লক্ষ ৬ হাজার ৫শত টাকা মুল্যের কৃষি যন্ত্রপাতি বিতরণ করা হয়৷

 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে