ফরিদপুরে দুই ইউনিয়নবাসীর মাঝে সংঘর্ষে আহত ৩০
আগামী নিউজ | সুমন ইসলাম, ফরিদপুর জেলা প্রতিনিধি প্রকাশিত: জুন ২৫, ২০২১, ০৫:৩৫ পিএম
ফাইল ফটো
ফরিদপুরঃ জেলার ভাঙ্গা উপজেলার ঘারুয়া ইউনিয়ন ও পাশ্বাবর্তী রাজৈর উপজেলার পাইকপাড়া ইউনিয়ন বাসীর মাঝে শুক্রবার সকালে এক রক্তক্ষয়ী সংঘর্ষে উভয় দলের কমপক্ষে ৩০ ব্যাক্তি আহত হয়েছে। আহতদের ভাঙ্গা ও রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে সংঘর্ষের ঘটনা ঘটে।
এলাকাবাসী সূত্রে জানা যায়, ঘারুয়া ইউনিয়নের মাথাপাড়া গ্রামের আক্কাস শেখ একটি ঝালাই মেশিন বিক্রি করে পাশ্বাবর্তী পাইকপাড়া ইউনিয়নের চর-সারিস্তাবাদ গ্রামের জাহাঙ্গীর হাওলাদারের নিকট। মেশিনটি হস্তান্তর করতে বিলম্ব হলে গতকাল বৃহস্পতিবার সন্ধায় জাহাঙ্গীর তার বাড়ীর নিকট আক্কাসকে একা পেয়ে মারধর করে।
সেই জের ধরে পরের দিন শুক্রবার সকালে উভয় গ্রুপে সংঘবদ্ধ হয়ে দুই ইউনিয়ন বাসীর মাঝে সংঘর্ষ ছড়িয়ে পড়ে। এরা দেশীয় অস্ত্রশস্ত্র ঢাল, শরকি, টেটা ও ইট পাটকেল নিয়ে ধাওয়া পাল্টা ধাওয়া করতে থাকে। প্রায় দুইঘন্টা ব্যাপী সংঘর্ষ চলতে থাকে। খবর পেয়ে দুই থানার (ভাঙ্গা ও রাজৈর) পুলিশ ঘটনাস্থলে পৌছে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এ সময় উভয় দলের নারী পুরুষ সহ অন্ততঃ ৩০ জন ব্যাক্তি আহত হয়েছে। গুরুতর আহতদের ভাঙ্গা ও রাজৈর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এঘটনায় ভাঙ্গা থানা অফিসার ইনচার্জ সৈয়দ লুৎফর রহমান বলেন, তুচ্ছ ঘটনা নিয়ে দুই জনের মাঝে মারামারি হয় পরে ইউনিয়নে ইউনিয়নে সংঘর্ষ বাধে। পুলিশ ঘটনাস্থলে পৌছে লাঠিচার্জ করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সংঘর্ষ নিয়ন্ত্রণ করতে পুলিশ ৩০ রাউন্ড শর্ঠগানে ফাঁকা গুলি চালিয়েছে। বর্তমান পরিস্থিতি শান্ত রয়েছে।এ ব্যাপারে কোন পক্ষের মাললা হয়নি।