Dr. Neem on Daraz
Victory Day

মাগুরা পৌরসভার সার্বজনীন স্যানিটাইজেশন বিষয়ে কর্মশালা


আগামী নিউজ | মোখলেছুর রহমান, মাগুরা জেলা প্রতিনিধি প্রকাশিত: জুন ২৩, ২০২১, ০৪:৩৮ পিএম
মাগুরা পৌরসভার সার্বজনীন স্যানিটাইজেশন বিষয়ে কর্মশালা

ছবিঃ আগামী নিউজ

মাগুরাঃ পৌর শহরের স্যানিটেশন পরিকল্পনা বিষয়ক কর্মশালা আজ বুধবার পৌরসভা মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। এ বিষয়ক ওয়ার্কিং কমিটির সভাপতি পৌর কাউন্সিলর আবু রেজা নান্টুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর প্যানেল মেয়র মকবুল হাসান মাকুল।  

কর্মশালায় মত বিনিময়ে অংশ নেন আয়োজক সংস্থা প্রাকটিক্যাল এ্যাকশন বাংলাদেশের প্রকল্প ব্যবস্থাপক ফরিদুজ্জামান স্বপন, একই সংস্থার সহকারি কর্মসূচী কর্মকর্তা ফয়সাল তারেক, আব্দুল করিম, পৌর সচিব রেজাউল করিম, প্রধান হিসাবরক্ষক উদয় শংকর রায়, প্রকৌশলী সাইফুল ইসলাম হিরোক প্রমুখ।

কর্মশালায় সার্বজনীন স্যানিটেশন ব্যবস্থার জন্য করনীয় নানা বিষয়ে মতামত তুলে ধরা হয়। দাতা সংস্থা বিল এন্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের আর্থিক সহায়তায় বেসরকারি সংস্থা প্রাকটিক্যাল এ্যাকশান বাংলাদেশ মাগুরা পৌরসভায় এ প্রকল্প বাস্তবায়ন করছে।

কর্মশালায় জানানো হয়, মাগুরা পৌরসভায় বসবাসকারী ১৯ হাজার ৯১৬টি পরিবারের বসবাস। তার মধ্যে ১৮ হাজার ৩৫৪টি পরিবার পৃথক টয়লেট ব্যবহার করে। ১ হাজার ২৬২টি পরিবার সম্মিলিত টয়লেট ব্যবহার করে। ৩০০টি পরিবার এখনো উন্মুক্তস্থানে মলমূত্র ত্যাগ করে।

সার্বজনীন স্যানিটেশন ব্যবস্থার উদ্দেশ্য হচ্ছে পরিকল্পিতভাবে স্যানিটেশন ব্যবস্থাকে এমন এক পর্যায়ে নিয়ে যাওয়া যার ফলে সবার জন্যে স্বাস্থ্যসম্মত ও নিরাপদ স্যানিটেশন নিশ্চিত হয়। শুধু তাই নয় মানুষের মলকে সম্পদে রূপান্তরিত করতে এটি থেকে জৈব সার তৈরীর জন্যে ইতিমধ্যে একটি প্রকল্প হাতে নেয়া হয়েছে। এই প্রকল্পের আওতায় শহরতলীর শিমুলিয়া এলাকায় ১১ কোটি টাকা ব্যায়ে তৈরী হচ্ছে একটি প্লান্ট।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে