ঢাকাঃ সাভারে একটি বাড়িতে দেশীয় অস্ত্র নিয়ে দিনে দুপুরে ডাকাতির সময় ডাকাত দলের দুই সদস্যকে আটক করে পুলিশে সোপর্দ করেছেন স্থানীয়রা। এসময় তাদের নিকট হতে দেশীয় অস্ত্রশস্ত্র ও ৫টি মোবাইল উদ্ধার করা হয়।
রোববার (২০ জুন)রাত সাড়ে ৯ টার দিকে বিষয়টি নিশ্চিত করেছেন সাভার মডেল থানার পরিদর্শক কাজী মাইনুল ইসলাম পিপিএম। এর আগে বেলা সাড়ে ১১ টার দিকে সাভারের ইমান্দিপুর এলাকার রহিমা বেগমের বাড়ীতে এ ঘটনা ঘটে। এসময় ডাকাত দলের আরও ৪ সদস্য পালিয়ে যায়।
আটকরা হলেন- সাভারের মধ্য ইমান্দিপুর এলাকার মেসবাহ উদ্দিনের ছেলে অপু (৩০) ও জয়পুরহাট জেলার পাঁচবিবি থানার ধরনজিল এলাকার মৃত রহমানের ছেলে নুর আলম ওরফে সুমন (৩৪)।
পুলিশ জানায়, সকালে ওই এলাকার রহিমা বেগমের বাড়িতে ৬ জনের একটি ডাকাতদল দেশীয় অস্ত্র নিয়ে জোরপূর্বক প্রবেশ করে। পরে পরিবারের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১ লাখ ১০ হাজার টাকা সহ স্বর্ণালংকার লুট করে যাওয়ার সময় ডাকচিৎকার করে ভুক্তভোগীরা। তাদের চিৎকার শুনে স্থানীয়রা এগিয়ে আসলে ডাকাত দলের ৪ সদস্য পালিয়ে যায়। পরে বাকি দুইজনকে স্থানীয়রা ঘেরাও করে রেখে পুলিশে খবর দেয়। পরে সাভার মডেল থানার টহল পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় ২ জনকে আটক করে। এসময় দেশীয় অস্ত্রশস্ত্র ও ৫টি মোবাইল উদ্ধার করা হয়।
সাভার মডেল থানার পরিদর্শক কাজী মাইনুল ইসলাম পিপিএম জানান, খবর পেয়ে পুলিশ ডাকাতদের গ্রেফতার করে। এসময় তাদের কাছে থেকে বিপুল পরিমাণ দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। এছাড়াও পলাতক ডাকাতদের গ্রেপ্তারের চেষ্টাও অব্যাহত রয়েছে।