Dr. Neem on Daraz
Victory Day

চাঁপাইনবাবগঞ্জে ১০০টি জাতের আমের গবেষণা বিষয়ক বই প্রকাশ


আগামী নিউজ | জহুরুল ইসলাম জহির, চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি প্রকাশিত: জুন ১৯, ২০২১, ০২:১০ পিএম
চাঁপাইনবাবগঞ্জে ১০০টি জাতের আমের গবেষণা বিষয়ক বই প্রকাশ

ছবিঃ আগামী নিউজ

চাঁপাইনবাবগঞ্জঃ গোপালভোগ, খিরসাপাত, ল্যাংড়া, ফলজি, সুরমাই ফজলি, আশ্বিনাসহ ১০০টি আমের জাত নিয়ে গবেষণা বিষয়ক দুই খন্ডের একটি বই প্রকাশ করেন স্থানীয় জেলা প্রশাসন।

আজ শনিবার দুপুরে জেলা প্রশাসক সম্মেলন কক্ষে প্রেস বিফ্রিং এর মাধ্যমে বইটির মোড়ক উন্মচন করা হয়।  বইটি উন্মচন করার পাশাপাশি ইউনিয়নের পরিষদের তৃণমূল বার্তা ও গ্রাম পুলিশের রিপোর্টিং বুকও প্রকাশ করা হয়। বইগুলোর মোড়ক উন্মুচন করেন চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় সরকারের উপপরিচালক এ.কে.এম তাজকির-উজ-জামান।

চাঁপাইনবাবগঞ্জের স্থানীয় সরকারের উপপরিচালক এ.কে.এম তাজকির-উজ-জামান জানান, বিভিন্ন সূত্রে জানানা যায় চাঁপাইনবাবগঞ্জ জেলায় ৩৫০ থেকে ৮৫০ প্রজাতির আমের জাত রয়েছে। কিন্ত প্রকৃতপক্ষে ৪ থেকে ৫ টি আমের জাত ছাড়া বাকি জাতগুলো সেভাবে সম্প্রসারিত হয়নি। সেকারণে গোপালভোগ, খিরসাপাত, ল্যাংড়া, ফলজি, সুরমাই ফজলি, আশ্বিনাসহ ১০০টি আমের জাত নিয়ে একটি গবেষণা ভিত্তিক একটি বই প্রকাশ করা হয়। যাতে সে জাতের আমগুলো সম্পর্কে জানতে পারে সাধারণ মানুষ। বইটিতে আমের জাত সম্পর্কে বিস্তারিত বর্ণনাসহ ছবি দেয়া হয়। এছাড়া ইউনিয়নের পরিষদের তৃণমূল বার্তা ও গ্রাম পুলিশের রিপোর্টিং বুকও প্রকাশ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন, নিবার্হী ম্যাজিট্রেস্ট এসএম আসিস মমতাজ, শিবগঞ্জ মহিলা কলেজের আইটি বিভাগের শিক্ষক আব্দুল মতিনসহ জেলা বিভিন্ন মিডিয়ার সংবাদকর্মীরা।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে