Dr. Neem on Daraz
Victory Day

নওগাঁয় ২৪ ঘন্টায় নতুন শনাক্ত ৭৯


আগামী নিউজ | এ কে সাজু, নওগাঁ জেলা প্রতিনিধি প্রকাশিত: জুন ১৯, ২০২১, ০১:২০ পিএম
নওগাঁয় ২৪ ঘন্টায় নতুন শনাক্ত ৭৯

ফাইল ফটো

নওগাঁঃ বৃহষ্পতিবার সকাল ৮টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ২৪ ঘন্টায় নতুর করে ৭৯ ব্যক্তির শরীরে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে।

নওগাঁ’র সিভিল সার্জন ডাঃ এ বি এম আবু হানিফ জানিয়েছেন, এ সময় ২২৪ ব্যক্তির নমুনা পরীক্ষা করা হয়েছে। এদের মধ্যে রাজশাহী মেডিক্যাল কলেজ পিসিআর ল্যাবে ১৮৪ ব্যক্তির নমুনা পরীক্ষা করে ৭১ ব্যক্তির শরীরে এবং নওগাঁ ২৫০ শয্যাবিশিষ্ট হাসপাতালে এন্টিজেন প্রক্রিয়ায় ৪০ ব্যক্তির নমুনা পরীক্ষা করে ৮ ব্যক্তির শরীরে করোনা ভাইরাসশনাক্ত হয়েছে। আক্রান্তের হার ৩৫ দশমিক ২৬ শতাংশ।

নতুন শনাক্তদের মধ্যে নওগাঁ সদর উপজেলায় ২২ জন,  রানী নগর উপজেলায় ৬জন, আত্রাই উপহেলায় ৫ জন, মহাদেবপুর উপজেলায় ৮ জন করে, মান্দা উপজেলায় ৫ জন, বদলগাছি উপজেলায় ৩ জন, পত্নীতলা উপজেলায় ১জন, ধামইরহাট উপজেলায় ১ জন, নিয়ামতপুর উপজেলায় ১৬ জন, সাপাহারা উপজেলায় ১১ জন, এবং পোরশা উপজেলায় ১ জন। এ নিয়ে জেলায় মোট আক্রান্তের সংখ্যা হলো ৩৩৩২ জন।

এ সময় নতুন করে কেউ সুস্থ্য হননি। তবে এ পর্যন্ত মোট সুস্থ হওয়া ব্যক্তির সংখ্যা ২৩০৩ জন। এই ২৪ ঘন্টায় জেলায় মোট কোয়ারেনটাইনে নেয়া ব্যক্তির সংখ্যা ১৯ জন।

এ সময় কোয়ারেন্টাইন থেকে ছাড়পত্র পেয়েছেন ৬৪ জন। বর্তমানে প্রতিষ্ঠানিক ৫৮ জনসহ মোট কোয়ারেন্টাইনে রয়েছেন ২৭০১ জন। আক্রান্তদের মধ্যে ৪৬ জন জেলা সদরের হাসপাতালসহ বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন আছেন এবং অন্যরা স্ব-স্ব বাড়িতে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী চিকিৎসা গ্রহণ করছেন। বিগত ২৪ ঘন্টায় জেলায় নতুন করে কোন মৃত্যুর ঘটনা ঘটেনি তবে এ পর্যন্ত মোট মৃত্যু বরনকারী ব্যাক্তির সংখ্যা ৬০ জন।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে