ছবি : আগামী নিউজ
নাটোরঃ জেলার বড়াইগ্রামে একটি পাটক্ষেত থেকে আব্দুস সামাদ খান (৭০) নামে এক চা দোকানীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৭জুন) দুপুরে উপজেলার বনপাড়া পৌরসভার দক্ষিণ মৃধাপাড়া এলাকার মসজিদের পেছনের পাট ক্ষেতথেকে মরদেহ টি উদ্ধার করা। আব্দুস সামাদ ওই এলাকার মৃত ওসমান গনির ছেলে।
বড়াইগ্রাম থানার ওসি আনোয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
পরিবারসূত্রে জানান, পারিবারিক কলহের জেরে বুধবার সন্ধ্যায় বাড়ি থেকে বের হন সামাদ। এরপর তিনি আর বাড়ি ফেরেননি। বৃহস্পতিবার দুপুরে একই এলাকার মসজিদের পেছনের পাট ক্ষেতে মরদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা। খবর পেয়ে পুলিশ মরদেহটি উদ্ধার করে।
এক প্রশ্নের জবাবে ওসি আনোয়ারুল ইসলাম বলেন, ঘটনাস্থল থেকে একটি পাত্র উদ্ধার করা হয়েছে যাতে কিছু মিশ্রণের মত মনে হয়। তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে।