Dr. Neem on Daraz
Victory Day

হবিগঞ্জে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু


আগামী নিউজ | মোহাম্মদ শাহ্ আলম, হবিগঞ্জ জেলা প্রতিনিধি প্রকাশিত: জুন ১৬, ২০২১, ০৮:২৪ পিএম
হবিগঞ্জে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

ছবি: আগামী নিউজ

হবিগঞ্জঃ জেলার নবীগঞ্জ ও মাধবপুর  উপজেলার পৃথক দুটি স্থানে পানিতে পড়ে তিন শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। বুধবার (১৬ জুন) দুপুর ও বিকালে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, মাধবপুর উপজেলার ধর্মঘর  ইউনিয়নের সোয়াবই  গ্রামের দুলাল মিয়ার কন্যা লামিয়া আক্তার (২) বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজির পর তাকে পুকুর থেকে ভাসমান অবস্থায় উদ্ধার করে  স্থানীয় হাসপাতালে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। 

অপরদিকে জেলার বানিয়াচং উপজেলার  সদরের দেশমুখ্য পাড়া গ্রামের নুর মিয়ার কন্য তাছফিয়া আক্তার (৯) ও নুরফল মিয়া কন্য নুসরাত (৮) আক্তার একে অপরের আপন চাচাতো বোন। বিকেল সাড়ে ৫ টার দিকে বাড়ী সংলগ্ন বাবুর তলাব নামক পুকুরে পড়ে এই দুই শিশু মারা যায়। পরে অনেক খোঁজাখোজির পরে  তাদের মৃতদেহ পুকুরের পানিতে ভাসতে দেখে এলাকার শিশুরা চিৎকার শুরু করলে তাদের মা-বাবাসহ পাড়াপ্রতিবেশীরা এসে পুকুর থেকে ভাসমান লাশ উদ্ধার করেন। উৎসুক জনতা সেখানে ভিড় করছে। 

এলাকাবাসী জানান, এই পুকুরে প্রতি বছরই শিশু ডুবে মারা যাওয়ার ঘটনা ঘটে। গত বছরও দুই শিশু ডুবে মারা গিয়েছিল। এর আগের বছরও মারা গিয়েছিল।
নিহত দুই শিশুর বিষয়টি নিশ্চিত করেন বানিয়াচং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মো এমরান হোসেন ।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে