Dr. Neem on Daraz
Victory Day

হরিরামপুরে নদীভাঙন প্রতিরোধমূলক কাজের উদ্বোধন


আগামী নিউজ | অপু সাহা, হরিরামপুর (মানিকগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: জুন ১৬, ২০২১, ০৭:১৫ পিএম
হরিরামপুরে নদীভাঙন প্রতিরোধমূলক কাজের উদ্বোধন

ছবি: আগামী নিউজ

মানিকগঞ্জঃ  পানি উন্নয়ন বোর্ড কর্তৃক হরিরামপুর উপজেলার ধুলশুড়া বাজার, চরমুকুন্দিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও অন্যান্য স্থাপনা রক্ষার্থে ৪০০ মিটার দৈর্ঘ্য অস্থায়ী প্রতিরোধমূলক কাজের (বালুভর্তি জিওব্যাগ ফেলা) শুভ উদ্বোধন করা হয়েছে। 

বুধবার (১৬ জুন) দুপুরে এ উপলক্ষ্যে ধুলশুড়া বাজারের পাশে পদ্মাপাড়ে এক আলোচনা সভার আয়োজন করে হরিরামপুর উপজেলা আওয়ামী লীগ। 

হরিরামপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি গোলজার হোসেন বাচ্চুর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কাজের উদ্বোধন করেন মানিকগঞ্জ-২ আসনের সংসদ সদস্য মমতাজ বেগম।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেওয়ান আব্দুর রবের সঞ্চালনায় সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট গোলাম মহীউদ্দীন ও স্বেচ্ছাসেবক লীগের কেন্দ্রীয় কমিটির সভাপতি নির্মল রঞ্জন গুহ।

এ সময় হরিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সাইফুল ইসলাম, জেলা পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মাঈনুদ্দিন, হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সৈয়দ মিজানুর ইসলাম, ধুলশুড়া ইউপি চেয়ারম্যান মো. জায়েদ খানসহ জেলা, উপজেলা ও ইউনিয়ন আওয়ামী লীগের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে