Dr. Neem on Daraz
Victory Day

বরিশালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মতবিনিময় 


আগামী নিউজ | মো: জহির খান,বরিশাল প্রতিনিধি প্রকাশিত: জুন ১৫, ২০২১, ০৮:৫৩ পিএম
বরিশালে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মতবিনিময় 

ছবি: আগামী নিউজ

বরিশালঃ বিশ্ব পরিবেশ দিবস পালন উপলক্ষে বরিশালে মতবিনিময়সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (১৫ জুন) সকাল ১১টায় বিশ্ব পরিবেশ দিবস সম্মিলিত উদযাপন পর্ষদ বরিশালের আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ওই সভা অনুষ্ঠিত হয়। 

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জসীম উদ্দীন হায়দার। ওই মতবিনিময় সভা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বরিশাল পরিবেশ দিবস সম্মিলিত উদযাপন পর্যদের সভাপতি রণজিৎ কুমার দত্ত।

সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, বরিশাল বিশ্ববিদ্যালয় সহকারী অধ্যাপক সৈয়দ আশিক-ই-ইলাহী, পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. কামরুজ্জামান সরকার, মৎস্য কর্মকর্তা ড. বিমল চন্দ্র দাস, পানি উন্নয়ন বোর্ডের সহকারী প্রকৌশলী মাহমুদুল হাসান, সেইন্ট বাংলাদেশ এর নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর কবির, বীর মুক্তিযোদ্ধা কে এস এ মহিউদ্দিন মানিক ও সমন্বয়ক বাপা মোঃ রফিকুল আলমসহ আরও অনেকে।


 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে