Dr. Neem on Daraz
Victory Day

১ লক্ষ চারা বিতরণের জন্য প্রস্তুত চাঁদপুর বনবিভাগ


আগামী নিউজ | প্রান কৃষ্ণ দাস,চাঁদপুর জেলা প্রতিনিধি প্রকাশিত: জুন ১৫, ২০২১, ০৮:৪৯ পিএম
১ লক্ষ চারা বিতরণের জন্য প্রস্তুত চাঁদপুর বনবিভাগ

ছবি: আগামী নিউজ

চাঁদপুরঃ পরিবেশ ভারসাম্য রক্ষা ও সকল শিক্ষা প্রতিষ্ঠানে ছায়া নীবিড় পরিবেশ বিদ্যমান রাখতে ১ লক্ষ চারা বিতরণের জন্য প্রস্তুতি নিয়েছে বনবিভাগ।

মঙ্গলবার (১৫ জুন) এ তথ্য জেলা বনবিভাগ সূত্রে জানা যায়।

সূত্র জানায়, ২০২০-২১ অর্থবছরে চাঁদপুর জেলায় ১ লাখ গাছের চারা বিতরণের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে চাঁদপুরের ৫টি সংসদীয় আসনের সদস্যদের জন্য ৫ হাজার করে মোট ২৫ হাজার এবং উন্মুক্তভাবে বিক্রির জন্য ৭৫ হাজারসহ মোট ১ লক্ষ চারা বিতরণ করা হবে।এই চারাগুলোর মধ্যে বিভিন্ন ধরনের ফল ও ঔষুধি ফলের গাছ ঔষধি গাছ রয়েছে। 

বিষয়টি নিশ্চিত করেন চাঁদপুরের ভারপ্রাপ্ত বন সংরক্ষক কর্মকর্তা মো. তাজুল ইসলাম। তিনি বলেন, ৭৫ হাজার চারা সকল উপজেলায় বিক্রির জন্য প্রস্তুত রাখা হয়েছে। তবে মাননীয় সংসদ সদস্যদের সংরক্ষিত ২৫ হাজার গাছের চারার তালিকা এখনো আমাদের হাতে এসে পৌঁছেনি। তালিকা আসলেই আমরা ওই চারা বিতরণ করবো।

তিনি আরো বলেন,'চাঁদপুরের শাহরাস্তি উপজেলায় ১০ কিলোমিটার নতুন বাগান সৃজন করা লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। আগামি ২০ জুন থেকে এর কার্যক্রম শুরু হবে। শাহরাস্তি উপজেলার বন বিভাগ এ প্রকল্প বাস্তবায়ন করবে।'

এ দিকে সচেতন মহল বলছে, বছর বছর লাখ লাখ টাকার এই চারা রোপণ সঠিক পরিচর্যার অভাবে ভেস্তে যাচ্ছে। তাই এ চারাগুলো সঠিক পরিচর্যায় মনিটরিং জোরদার করার ব্যপারেও সিদ্ধান্ত নেওয়া প্রয়োজন।
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে