Dr. Neem on Daraz
Victory Day

মুলাদীতে পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় 


আগামী নিউজ | মো: জহির খান,বরিশাল প্রতিনিধি প্রকাশিত: জুন ১৫, ২০২১, ০৮:০৮ পিএম
মুলাদীতে পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় 

ছবি: আগামী নিউজ

বরিশালঃ আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন উপলক্ষে মুলাদী থানা পুলিশের উদ্যোগে উপজেলার ৬টি ইউনিয়নের প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। 

মঙ্গলবার (১৫ জুন) দুপুরে মুলাদী নতুন থানা ভবনের সম্মেলন কক্ষে এই সভা অনুষ্ঠিত হয়।

এতে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ মাকসুদুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ) মোঃ শাহজাহান হোসেন।

এ সময় তিনি বলেন, যে কোনো মূল্যে জেলা পুলিশ নিরপেক্ষ এবং গ্রহণযোগ্য নির্বাচন অনুষ্ঠানে বদ্ধ পরিকর। ভোটাররা যাতে নির্বিঘ্নে ভোটাধিকার প্রয়োগ করতে পারে সে ব্যাপারে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে। নির্বাচনে অংশগ্রহনকারী প্রার্থীদের উদ্দেশ্যে জেলার এই অতিরিক্ত পুলিশ সুপার বলেন, নির্বাচনী আচরণবিধি মেনে প্রচার-প্রচারণাসহ সকল কার্যক্রম পরিচালনার মাধ্যমে পুলিশকে সহযোগিতা করবেন। আর নির্বাচনের সুষ্ঠুতার জন্য পুলিশও সর্বদা আপনাদের সহায়তা করবে। 

মতবিনিময় সভায় আরও উপস্থিত ছিলেন জেলার সহকারি পুলিশ সুপার (মুলাদী সার্কেল) মোঃ মতিউর রহমান, সহকারি পুলিশ সুপার অনন্যা চক্রবর্তী, নিপা বিশ্বাস, মুলাদী উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সুব্রত গোস্বামী, উপজেলা নির্বাচন কর্মকর্তা শওকত আলী, ইউনিয়নের বিভিন্ন পদের প্রতিদ্বন্দ্বী প্রায় আড়াই শতাধিক প্রার্থীরা।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে