জামালপুরঃ জেলার বকশীগঞ্জ উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ১৪ জুন সোমবার দুপুরে রেললাইনের দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বকশীগঞ্জ -জামালপুর সড়কের বাসস্ট্যান্ড এলাকায় ঘন্টা ব্যাপী মানববন্ধনে পেয়ারপুর থেকে শেরপুর হয়ে কুড়িগ্রাম জেলার রৌমারী উপজেলা পর্যন্ত রেল লাইনের দাবি জানানো হয়।
পরিকল্পনা মন্ত্রনালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি সাবেক তথ্য ও সাংস্কৃতিক মন্ত্রী আলহাজ কালাম আজাদ এমপি’র মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন এমপি’র দৃষ্টি আকর্ষন করে ঘন্টাব্যাপী মানববন্ধনে মুক্তিযোদ্ধা, সাংবাদিক,সুশীল সমাজ,শিক্ষক, জনপ্রতিনিধি, ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণী পেশার লোকজন অংশ গ্রহন করেন। মানবন্ধনে বক্তব্য রাখেন অধ্যাপক বীর মুক্তিযোদ্ধা আফছার আলী, ধানুয়া কামালপুর কো-অপারেটিভ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মেজবাহ উল হক তুহিন,গোপালপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম ফারুক, ব্যবসায়ী নেতা আব্দুস সাত্তার,বকশীগঞ্জ প্রেসক্লাবের সভাপতি ও উপজেলা ইত্তেফাক সংবাদদাতা মো:শাহীন আল আমীন, সাধারণ সম্পাদক আবদুল লতিফ লায়ন, উপজেলা যুবলীগের সিনিয়র যুগ্ন আহবায়ক আবদুল আলিম তারা,বকশীগঞ্জ সচেতন নাগরিক ঐক্যের সভাপতি মনিরুজ্জামান মনির,সিনিয়র সাংবাদিক সলিমুল্লাহ সেলিম, মতিন রহমান প্রমূখ ব্যক্তিবর্গ ।