Dr. Neem on Daraz
Victory Day

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসির দায়িত্বে অধ্যাপক আব্দুল লতিফ


আগামী নিউজ | সিরাজগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জুন ১৪, ২০২১, ১০:৪৫ পিএম
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ভিসির দায়িত্বে অধ্যাপক আব্দুল লতিফ

ছবিঃ আগামী নিউজ

সিরাজগঞ্জঃ জেলার শাহজাদপুর উপজেলার পৌর শহরের বিসিক রোডে অবস্থিত রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের (ভিসি) চলতি রুটিন দায়িত্ব পেয়েছেন এ বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক (অবসরপ্রাপ্ত) মো. আব্দুল লতিফ। বর্তমান ভিসি অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষের ৪ বছরের মেয়াদ গত ১১ জুন শেষ হওয়ায় এবং পরবর্তী ভিসি নিযুক্ত না হওয়া পর্যন্ত প্রশাসনিক প্রয়োজনে অন্তবর্তীকালীন ব্যবস্থা হিসেবে এই দায়ীত্ব প্রদান করা হয়েছে।

সোমবার (১৪ জুন) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগ এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করেছে। মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের উপ-সচিব মো. মাহমুদুল আলম স্বাক্ষরিত ওই প্রজ্ঞাপনে আরও বলা হয়েছে, যথাযথ কর্তৃপক্ষের অনুমোদনক্রমে এ আদেশ জারি করা হলো।

এ নিয়োগ বিষয়ে সোমবার রাত ৯টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার  মো: সোহরাব আলী এ তথ্য নিশ্চিত করে বলেন, চলতি রুটিন দায়িত্ব প্রাপ্ত ভিসি ট্রেজারার অধ্যাপক (অব:) মো. আব্দুল লতিফ ১৫ জুন মঙ্গলবার অতিরিক্ত দায়ীত্ব হিসেবে ভিসির দায়ীত্ব বুঝে নিবেন। তিনি ট্রেজারারের দায়ীত্ব পালনের পাশাপাশি ভিসির দায়ীত্বও পালন করবেন। 

উল্লেখ্য, ২০১৭ সালে দেশের ৪০তম সরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় সিরাজগঞ্জের শাহজাদপুরের ৩টি কলেজের অস্থায়ী ভাবে কার্যক্রম শুরু করে। শাহজাদপুর উপজেলা শহর থেকে প্রায় ৬ কিলোমিটার পশ্চিমে বিশ্বকবি রবীন্দ্রনাথের জমিদারির নিজস্ব ভূমিতে এর স্থায়ী ক্যাম্পাস নির্মানের প্রক্রিয়া চলছে। 

এ বিশ্ববিদ্যায়ের প্রথম ভিসি হিসেবে ২০১৭ সালের ১১ জুন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. বিশ্বজিৎ ঘোষকে নিয়োগ দেন সরকার।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে