Dr. Neem on Daraz
Victory Day

শাহজাদপুরে যানজট নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত


আগামী নিউজ | মোঃ ওমর ফারুক, শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: জুন ১৪, ২০২১, ০৮:০২ পিএম
শাহজাদপুরে যানজট  নিরসনে মতবিনিময় সভা অনুষ্ঠিত

ছবি: আগামী নিউজ

সিরাজগঞ্জঃ জেলার শাহজাদপুরে যানজট নিরসনে পৌর এলাকার সম্মানিত নাগরিক ও বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধানগনের সাথে পৌর মেয়রের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছ।

শাহজাদপুর পৌরসভা আয়োজিত সোমবার (১৪ জুন) সকালে পৌরসভার সভাকক্ষে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। পৌর মেয়র মনির আক্তার খান তরুলোদীর সভাপতিত্বে এ মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী কর্মকর্তা শাহ মোঃ শামসুজ্জোহা। 

বিশেষ অতিথি হিসবে উপস্থিত ছিলেন,শাহজাদপুর সহকারি কমিশনার ( ভূমি) মোঃ মাসুূদ হোসেন, উপজেলা ভাইস চেয়ারম্যান মামুনুর রশিদ লিয়াকত,শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহিদ মাহমুদ খান। 

এছাড়া উপস্থিত ছিলেন দ্বারিয়াপুর বাজার বনিক সমিতির সাধারন সম্পাদক রবিন আকন্দ, মনিরামপুর বাজার বনিক সমিতির সভাপতি মোঃ মাসুদ হোসেন খান, সাধারন সম্পাদক আব্দুস ছালাম, এলাকার সম্মানিত নাগরিকগন, বিভিন্ন প্রতিষ্টানের প্রধানগন ও পৌরসভার সকল কাউন্সিলরবৃন্দ। 

এ মতবিনিময় সভায় পৌর শহরে জানট নিরসন করতে সকাল ৮ টা থেকে রাত ৮ টা পর্যন্ত কোন ভারী জানবাহন, লসিমন, করিমন পৌর শহরে প্রবেশে নিশেধাজ্ঞা জারির সিদ্ধান্ত নেয়া হয় এবং পৌর এলাকার অটো ভ্যান রিক্সা পৌর এলাকার মধ্যেই চলাচল করবে বাহিরের কোন অটো ভ্যান রিক্সা পৌর শহরে প্রবেশ করতে পারবেনা। এছাড়া শহরের মধ্যে রাস্তা বা যেখানে সেখানে মটর সাইকেল, অটোভ্যান, অটোরিক্সা পার্কিং করা যাবে না এ ব্যাপারে সিদ্ধান্ত নেয়া হয়। 


 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে