Dr. Neem on Daraz
Victory Day

বস্তুুনিষ্ট সাংবাদিকতাই পারে সমাজের ত্রুটি বিচ্যুতিকে দুর করে দেশকে এগিয়ে নিতে


আগামী নিউজ | রফিকুল ইসলাম রফিক, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি প্রকাশিত: জুন ১৪, ২০২১, ০১:২৪ এএম
বস্তুুনিষ্ট সাংবাদিকতাই পারে  সমাজের ত্রুটি বিচ্যুতিকে দুর করে দেশকে এগিয়ে নিতে

ছবিঃ আগামী নিউজ

নারায়ণগঞ্জ: নারায়ণগঞ্জের জেলা প্রশাসক মোস্তাইন বিল্লাহ বলেছেন,  বস্তুুনিষ্ট সাংবাদিকতাই পারে  সমাজের ত্রæটি বিচ্যুতিকে দুর করে দেশকে এগিয়ে নিতে। তিনি বলেন, সাংবাদিকরা হচ্ছে সমাজের প্রতিছব্বি। সাংবাদিক, প্রশাসন ও রাজনীতিবিদরে মধ্যে যদি সুস্পর্ক থাকে সেই শহর এগিয়ে যাবে। রবিবার বিকেলে নারায়ণগঞ্জ জেলা সাংবাদিক ইউনিয়ণ কার্যালয়ে সংগঠনের উদ্দ্যোগে আয়োজিত দেশীয় ফল উৎসবের  অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।  

জেলা প্রশাসক বলেন, আমি নারায়ণগঞ্জে ছয়মাসের কর্মকালিন সময়ে সাংবাদিকদের পাশে থেকে কাজ করার চেষ্টা করে যাচ্ছি। এই শহরের সাংবাদিকরা বস্তুুনিষ্ট সাংবাদ পরিবেশন করে থাকে। যে কারনে কেউ যদি  ত্রæটি বিচ্রুতি  ঘটিয়ে থাকে তাহালে জনসাধারনের কাছে সেটা প্রকাশ পেয়ে যাচ্ছে।   তিনি নারায়ণগঞ্জ জেলা  সাংবাদিক ইউনিয়নের কার্যক্রমের  প্রশংসা করে বলেন, আমাদের কর্মজীবনের বাইরেও একটি পারিবারিক জীবন রয়েছে। এই পারিবারিক জীবনে কিছুটা হলেও বিনোদন প্রয়োজন। সাংবাদিক  ইউনিয়ন বস্তুনিষ্ট সংবাদ প্রকাশের পাশাপাশি সাংবাদিকদের চিত্তবিনোদনের যে ব্যবস্থা করেছে তা অবশ্যই প্রশংসার দাবি রাখে। বিশেষ করে আজকের এই দেশীয় ফল উৎসব তারই প্রমান করেছে।  তিনি সাংবাদিক ইউনিয়নসহ সাংবাদিকদের যে কোন সংগঠনের ভালো কাজের সাথে থাকার আগ্রহ প্রকাশ করেন।  

 অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে নারায়ণগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান আনোয়ার হোসেন  বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতিমধ্যে ঘোষনা দিয়েছেন  যারা দলের মধ্যে  বির্তকিত তাদের রাজনীতি থেকে দুরে সরিয়ে দেয়ার জন্য।  তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা  রাজনীতিতে একটি গুনগত পরিবর্তন আনার জন্য চেষ্টা চালিয়েছেন। যারা রাজনীতি  করে দেশের কল্যানে , মানুষে কল্যানে  তাদের কে সামনে দিকে এগিয়ে নিয়ে আসতে হবে। তিনি বলেন, যারা রাজনীতির নামে সন্ত্রাসী কর্মকান্ড, ভন্ডামী, মাদক ব্যবসা করছে তাদের বিরুদ্ধে সকলকে  ঐক্যবদ্ধ হয়ে  এগিয়ে আসার আহবান জানান।  

 আনোয়ার হোসেন বলেন, যারা সমাজের  অন্যায়, অত্যাচার, অবিচার করছে তাদের বিরুদ্ধে সাংবাদিকদের লিখুনির মাধ্যমে সামাজকে সচেতন করার। একই সাথে যারা ভালো রাজনীতিবিদ, অন্যায় অবিচারের বিরুদ্ধে সংগ্রাম করছে তাদের পাশে দাড়ানোর।  তিনি বলেন, সাংবাদিক, প্রশাসন, রাজনীতিবিদ সমন্বয়ই পারে  দেশকে সামনের দিকে এগিয়ে নিতে।  

এনইউজে’র সভাপতি আব্দুস সালামের সভাপতিত্বে  ও সাধারন সম্পাদক আমির হুসাইন স্মিথের সঞ্চালনায়  আরো বক্তব্য রাখেন অতিরিক্ত পুলিশ সুপার আমির খসরু, অতিরিক্ত পুলিশ সুপার মেহেদী ইমরান সিদ্দিকী, বাংলাদেশ  ফেডারেল সাংবাদিক ইউনিয়নের ভারপ্রাপ্ত মহাসচিব আব্দুল মজিদ,সাবেক মহাসচিব ওমর ফারুক৷ 

আম, জাম, কাঠাল, লিচু, কলা, ডেউয়া, কাউফল, তরমুজ, আনারস, লটকনসহ ১৭ প্রকারের  দেশীয় ফলের আয়োজন ছিল উৎসবে। মধুমাসে দেশীয় ফল নিয়ে উৎসব আয়োজন করায় আয়োজকদের প্রশংসা করেন আমন্ত্রিত অতিথিরা। এ সময় বিভিন্ন গণমাধ্যমে কর্মরত সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে