Dr. Neem on Daraz
Victory Day

মুরগি বাঁচাতে শেয়াল মারার ফাঁদে মারা গেলেন বৃদ্ধ


আগামী নিউজ | আমানুল্লাহ আমান, রাজশাহী প্রতিনিধি প্রকাশিত: জুন ১৩, ২০২১, ০৩:১৩ পিএম
মুরগি বাঁচাতে শেয়াল মারার ফাঁদে মারা গেলেন বৃদ্ধ

ফাইল ছবি

রাজশাহীঃ জেলার বাগমারায় মুরগির ফার্মের নিরাপত্তায় শেয়াল মারার জন্য তৈরি করে রাখা ফাঁদে পড়ে উল্টো মারা গেছেন ফার্মের মালিকের বাবা হোসেন আলী সরকার (৬০)।

রবিবার (১৩ জুন) ভোরে উপজেলার বাসুপাড়া ইউনিয়নের ইসলাবাড়ি গ্রামে এ ঘটনা ঘটে। ফজর নামাজ আদায় করে মুরগির ফার্ম দেখাশোনার জন্য যাচ্ছিলেন তিনি। হোসেন আলীর এমন মর্মান্তিক মৃত্যুতে পুরো এলাকায় চলছে শোকের মাতম। রবিবার বেলা সাড়ে ১১টার দিকে গ্রামে নামাজে জানাজা শেষে তাকে স্থানীয় গোরস্থানে দাফন করা হয়েছে।

স্থানীয়রা জানান, ছেলে রেজাউল করিমের মুরগীর ফার্ম দেখাশোনা করতেন হোসেন আলী। ফার্মটি শেয়ালের হাত থেকে রক্ষা করতে বিদ্যুতের লাইনের সাথে সংযোগ দিয়ে ফার্মের চারপাশে জিআই তারে পাতা ছিল ফাঁদ। হোসেন আলী ফজরের নামাজ আদায় করে সেই ফার্মে যাচ্ছিলেন। এ সময় পাশের আমগাছের নিচে আম পড়ে থাকতে দেখেন এবং আমটি কুড়িয়ে নিতে গাছের দিকে অগ্রসর হন তিনি। আমটি নিতে গিয়েই শেয়াল মারার সেই ফাঁদে তিনি আটকা পড়েন। বৈদ্যুতিক তার জড়িয়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। সকালে একজন নারী ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় হোসেন আলীর মরদেহ দেখতে পান এবং এলাকাবাসীকে খবর দিলে তারা গিয়ে তার মরদেহ উদ্ধার করে নিয়ে আসে। খবর পেয়ে ছুটে আসেন তার সন্তানরা। পিতার এমন মৃত্যু দেখে তারাও হতবম্ব হয়ে পড়েন। মুহূর্তেই কান্নায় ভারি ওঠে চারপাশ।

এলাকাবাসী জানান, হোসেন আলী সরকারের তিন ছেলে। এর মধ্যে আমিন এবং রেজাউলের মুরগীর ফার্ম রয়েছে। আরেক ছেলে জাহিদুল ইসলাম তিনি কৃষি কাজ আর ভ্যান চালিয়ে জীবিকা নির্বাহ করেন। মৃত হোসেন আলীর সঙ্গে তার বড় ছেলের কলহের কারণে আলাদা করে দেন তাকে এবং তিনি তার মেজো ছেলের মুরগীর ফার্ম দেখাশোনা করতেন। তিনি। তবে মেজো ছেলের মুরগীর ফার্ম দেখাশোনা করলেও তার মৃত্যু হয়েছে বড় ছেলে আমিনের মুরগীর ফার্মে পাতা শিয়াল মারা ফাঁদে। ফার্মের চারপাশে এভাবে বিদ্যুতের তার দেয়ার ঘটনা নিয়ে প্রশ্ন তুলেছেন স্থানীয়রা। এটাকে জনসাধারণের জন্য ঝুঁকিপূর্ণ মনে করে অবিলম্বে এমন ফাঁদ সরানোর দাবি জানিয়েছেন তারা।

এ বিষয়ে পল্লী বিদ্যুতের বাগমারা জোনাল অফিসের ডিজিএম মিনারুল ইসলাম বলেন, কেউ যদি বিদ্যুতের তার অরক্ষিত রেখে কোনো ঘটনা ঘটায়, তাহলে তদন্ত সাপেক্ষে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। কোনভাবেই বিদ্যুতের অপচয় করা যাবেনা। এমনটা করা আইননত দন্ডণীয় অপরাধ।

এ ব্যাপারে বাগমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাক আহম্মেদ বলেন, বিদ্যুতের তারে জড়িয়ে বৃদ্ধ হোসেন আলীর মৃত্যুর ঘটনায় থানায় একটি ইউডি মামলা হয়েছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে