Dr. Neem on Daraz
Victory Day

চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে পিটিয়ে জখম


আগামী নিউজ | বেনাপোল প্রতিনিধি : প্রকাশিত: জুন ১৩, ২০২১, ১২:৫৩ এএম
চাঁদা না পেয়ে ব্যবসায়ীকে পিটিয়ে জখম

ফাইল ছবি

যশোরঃ যশোরের শার্শায় চাঁদা না পেয়ে এক ভাটা ব্যবসায়ীকে পিটিয়ে জখম করেছে সন্ত্রাসীরা। ঘটনাটি ঘটেছে শুক্রবার রাতে শার্শার বসতপুর বাজারে। সন্ত্রাসীদের হাতে আহত সাবেক ইউপি সদস্য ও ভাটা ব্যবসায়ী আনোয়ার হোসেন (৪৬) কে স্থানীয়রা উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নাভারন হাসপাতালে ভর্তি করে। আনোয়ার হোসেন শার্শা উপজেলার বসতপুর  গ্রামের মৃত দুদু মিয়া ছেলে।
আহত আনোয়ার হোসেন জানান, রাত ৯ টার সময় ব্যসায়ীক কাজ শেষ করে বাড়ি ফিরছিলেন। 
এ সময় বসতপুর বাজারের আসাদুলের কাপড়ের দোকানের সামনে এলে গতি রোধ করে সাতমাইল বাগআঁচড়ার চিহ্নিত সন্ত্রাসী ইকবাল হোসেন তুতুল (৪০), অসিম মিয়া (৩৫) ও মাসুম হোসেন (৩৪) সহ ৫/৭জন। কোন কিছু বুঝে উঠার আগেই আচমকা লোহার পাইপ ও কাঠ দিয়ে বেদম ভাবে মারপিট করে রক্তাক্ত জখম করে তারা। এ সময় আনোয়ার হোসেনের ডান হাত ভেঙ্গে যায়। সন্ত্রাসীরা আনোয়ার হোসেনের কাছে থাকা নগদ ১৬ হাজার টাকা ও প্রয়োজনীয় কাগজ পত্র নিয়ে যায়। তিনি আরো জানান, সন্ত্রাসীরা অনেক বার তার কাছ থেকে চাঁদা নিয়েছে। আবারো চাঁদা না পেয়ে তাকে হত্যার হুমকি দিচ্ছিল। এরই জের ধরে তাকে হত্যার জন্য হামলা করা হয়।

এ ব্যাপারে স্থানীয়রা জানান, সাতমাইল বাগআঁচড়ার চিহ্নিত সন্ত্রাসী ইকবাল হোসেন তুতুল, অসিম মিয়া ও মাসুম হোসেন দীর্ঘ দিন ধরে এলাকায় বিভিন্ন মানুষের কাছ থেকে  চাঁদাবাজি ও সন্ত্রাসী করে আসছে। তাদের কাছে অস্ত্র থাকে বলে তাদের বিরুদ্ধে কেউ প্রতিবাদ করতে সাহস পায়না। 
এ ব্যাপারে জানতে চাইলে শার্শা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদরুল আলম খান জানান, তিনি এ বিষয়ে কিছু জানেন না। তবে এ ব্যাপারে কেউ অভিযোগ করলে তদন্ত করে অপরাধী যেই হোক তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে। 
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে