Dr. Neem on Daraz
Victory Day

পদ্মার এক কাতল ৩৩ হাজার ৭৫০ টাকা !


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ১১, ২০২১, ১১:৩৯ এএম
পদ্মার এক কাতল ৩৩ হাজার ৭৫০ টাকা !

ছবি: সংগৃহীত

রাজবাড়ীঃ জেলার গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ফেরিঘাটের অদুরে পদ্মা নদী থেকে সাড়ে ২২ কেজি ওজনের একটি বড় কাতল মাছ ধরা পড়েছে।মাছটি বিক্রি হয়েছে ৩৩ হাজার ৭৫০ টাকা।

বৃহস্পতিবার(১০জুন) দুপুরে দৌলতদিয়ার ছাত্তার মেম্বার পাড়া গ্রামের জেলে কাদেরের জাল মাছটি ধরা পড়ে।  মাছটি নিলামে উঠলে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে ৩১ হাজার ৫০০ টাকা দিয়ে চাঁদনি আরিফা মৎস আড়তের স্বত্বাধিকার মোঃ চান্দু মোল্লা মাছটি কিনে নেন। ওই মৎস্য ব্যবসায়ীই পরে ঢাকার ব্যবসায়ীর কাছে ১ হাজার ৫০০ টাকা কেজি দরে ৩৩ হাজার ৭৫০ টাকায় মাছটি বিক্রি করেন।

জেলে কাদের জানান, বৃহস্পতিবার দুপুরের দিকে তিনি ও তার সহযোগীরা মিলে পদ্মা নদীতে মাছ ধরতে যান। তারা দুবার জাল ফেলেও কিছু পাননি।  পরে বেলা দুইটার দিকে তৃতীয়বার জাল তোলার সময় বড় ঝাঁকি দিলে বুঝতে পারেন, জালে বড় কোনো মাছ ধরা পড়েছে। জাল টেনে নৌকার কাছে আনামাত্র সবাই দেখতে পান, বড় একটি কাতলা মাছ ধরা পড়েছে। পরে তারা মাছটি দৌলতদিয়া ৫ নং ফেরিঘাটে নিয়ে আসেন। সেখানে এসেই মাছটি ওজন দিয়ে দেখতে পান, ২২ কেজি ৫০০ গ্রাম। এ সময় মাছটি নিলামে তুললে সর্বোচ্চ দরদাতা হিসেবে মৎস্য ব্যবসায়ী মোঃ চান্দু মোল্লা ১ হাজার ৪০০ টাকা কেজি দরে মাছটি কিনে নেন। মাছটি কিনেই তিনি ৫ নম্বর ফেরিঘাটের পন্টুনের সঙ্গে বেঁধে রাখেন।

দৌলতদিয়ার ৫ নম্বর ফেরিঘাটের চাঁদনী-আরিফা মৎস্য আড়তের স্বত্বাধিকারী চান্দু মোল্লা বলেন, পদ্মা নদীর বাহির চর দৌলতদিয়া এলাকায় জেলে কাদের চালাকের জালে বড় এই কাতল মাছটি ধরা পড়ে। তাজা অবস্থায় মাছটি তিনি ফেরিঘাটে নিয়ে এলে উন্মুক্ত নিলামে অংশ নিয়ে ১ হাজার ৪০০ টাকা কেজি দরে ২২ কেজি ৫০০ গ্রামের মাছটি ৩১ হাজার ৫০০ টাকা দিয়ে কিনে নেন তিনি। পরে মুঠোফোনে ঢাকার ব্যবসায়িদের সাথে যোগাযোগ করে ১ হাজার ৫০০ টাকা কেজি দরে ৩৩ হাজার ৭৫০ টাকা বিক্রি করেন তিনি।

জেলা মৎস্য কর্মকর্তা জয়দেব পাল বলেন, করোনাকালীন এই মহামারীর সময় অনেক জেলের পক্ষে তাদের সংসার চালানো কষ্ট হয়ে যেতো। পদ্মায় এখন প্রতিদিনই জেলেদের জালে বড় বড় আকৃতির বিভিন্ন প্রজাতির মাছ ধরা পড়ছে। এইটা জেলেদের জন সুখের বার্তা।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে