Dr. Neem on Daraz
Victory Day

গাজীপুরে করোনায় আরো ২ জনের মৃত্যু, আক্রান্ত ৪৮ জন


আগামী নিউজ | মোক্তার হোসেন, গাজীপুর প্রতিনিধি প্রকাশিত: জুন ৯, ২০২১, ০৯:২০ পিএম
গাজীপুরে করোনায় আরো ২ জনের মৃত্যু, আক্রান্ত ৪৮ জন

গাজীপুরঃ জেলায় গত ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে দুইজন মারা গেছেন। এছাড়াও আরো ৪৮ জনের দেহে করোনা শনাক্ত হয়েছে। গাজীপুরে করোনা সংক্রমনের লক্ষণ দেখা দেওয়ায় গত ২৪ ঘন্টায় ৩৬১ জনের নমূনা পরীক্ষা করা হয়। তাদের মধ্যে ৪৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর আগের ২৪ ঘন্টায় জেলায় ১২ জনের দেহে করোনা শনাক্ত হয়। 

বুধবার (৯জুন) গাজীপুরের সিভিল সার্জন খায়রুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন। 

সিভিল সার্জন খায়রুজ্জামান জানান, গাজীপুর জেলার ৫টি উপজেলায় এ পর্যন্ত ৮৪ হাজার ৪১৯ জনের নমূনা পরীক্ষা করা হয়। এদের মধ্যে ১১ হাজার ৪৫৮ জনের দেহে করোনা শনাক্ত হয়। এর মধ্যে গাজীপুর সদর উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা সবচেয়ে বেশী। এ উপজেলায় এ পর্যন্ত ৭ হাজার ৫০৯জন। শ্রীপুর উপজেলায় ১ হাজার ২১০ জন, কালিয়াকৈর উপজেলায় ১ হাজার ১৭৩জন, কালীগঞ্জ উপজেলায় ৮৪৬ জন ও কাপাসিয়া উপজেলায় ৭২০ জনের দেহে করোনা শনাক্ত হয়। মোট সুস্থ্ হয়েছেন ১০ হাজার ২৬৫ জন। জেলায় করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন ২১৯ জন। 

তিনি আরো জানান, গত ২৪ ঘণ্টায় ৪৪ জনকে করোনার দ্বিতীয় ডোজ টিকা দেওয়া হয়েছে। গাজীপুরে মোট দুই লাখ ৩১ হাজার ৯২৬ জন করোনার টিকা নিয়েছেন।
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে