Dr. Neem on Daraz
Victory Day

মানিকগঞ্জে কিশোরী স্বেচ্ছাসেবক টিম গঠন


আগামী নিউজ | বাবুল আহমেদ, মানিকগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: জুন ৮, ২০২১, ০৪:৫৩ পিএম
মানিকগঞ্জে কিশোরী স্বেচ্ছাসেবক টিম গঠন

ছবি: সংগৃহীত

মানিকগঞ্জঃ নারী পুরুষে বৈষম্য হ্রাস করি নারীবান্ধব সমাজ গড়ি’ এই ধরনের স্লোগানকে ধারণ করে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক এর আয়োজনে মানিকগঞ্জ স্যাক কার্যালয়ে সকাল ১০.০০ থেকে দুপুর ২ টা প্রর্যন্ত জেন্ডার বৈচিত্র্য আন্তঃনির্ভরশীলতা ও বহুত্ববাদী সমাজ বিনির্মানে কিশোরীদের সাথে নারীর ক্ষমতায়নে নেতৃত্ব বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়।
 
কর্মশালায় মানিকগঞ্জ পৌরসভার বিভিন্ন গ্রাম থেকে নেতৃত্ব পর্যায়ের উদ্যমী সেচ্ছাসেবী কিশোরীরা অংশগ্রহণ করেন। কর্মশালায় প্রধান সহায়ক হিসেবে বক্তব্য রাখেন বারসিক আঞ্চলিক সমন্বয়কারী বিমল চন্দ্র রায়, বারসিক প্রোগ্রাম অফিসার রাশেদা আক্তার, কমল চন্দ্র দত্ত, গাজী শাহাদত হোসেন বাদল প্রমুখ। কর্মসূচির ধারণা পত্র পাঠ করেন ঋতু রবি দাস। সঞ্চালনা করেন বারসিক কর্মকর্তা মো. নজরুল ইসলাম।
 
সহায়কগণ তাদের আলোচনায় বলেন আমরা যেন পরিবার থেকেই জেন্ডার সংবেদনশীল আচরন শিখতে পারি এবং পরিবার থেকেই আমরা সাংস্কৃতিক চর্চার পাশাপাশি সামাজিক দায়বদ্ধতার আলোকে সেচ্ছাসেবামুলক কাজে নিজেকেও নিয়োজিত রাখতে পারি।
 
আলোচনা শেষে এলাকাভিত্তিক কিশোরী সেচ্ছাসেবক টিমের আহবায়ক কমিটি গঠন করা হয়। অন্তরা আক্তার, জয়নগর, তাহিয়া আক্তার, আন্ধারমানিক, সুমি আক্তার, সরুন্ডি, শ্রাবন্তী আক্তার, চরহিজুলী, সুমাইয়া আক্তার, চরমত্ত, একা দাস, নওখন্ডা।
 
৬ টি গ্রাম থেকে মোট ৬ জনকে আহবায়ক করে গঠিত কমিটি আগামীতে নিজ এলাকায় আরো শক্তিশালীভাবে সংগঠিত হয়ে বাল্য বিবাহ নারী নির্যাতন ইভটিজিং, যৌতুক, যৌন হয়রানিসহ সকল প্রকার সামাজিক সহিংসতার বিরুদ্ধে সেচ্ছাসেবক হিসেবে প্রতিরোধ গড়ে তুলতে প্রত্যয় ব্যক্ত করেন।
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে