Dr. Neem on Daraz
Victory Day

ফুলবাড়ীতে অনলাইনে ভূমি উন্নয়ন কর রেজিষ্ট্রেশন বিষয়ক অবহিতকরণ সভা


আগামী নিউজ | নিজস্ব প্রতিবেদক প্রকাশিত: জুন ৮, ২০২১, ০২:১৩ পিএম
ফুলবাড়ীতে অনলাইনে ভূমি উন্নয়ন কর রেজিষ্ট্রেশন বিষয়ক অবহিতকরণ সভা

ছবিঃ আগামী নিউজ

দিনাজপুরঃ জেলার ফুলবাড়ীতে গতকাল মঙ্গলবার উপজেলা প্রশাসনের উদ্যোগে অনলাইনে ভূমি উন্নয়ন কর রেজিষ্ট্রেশন বিষয়ক অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সকাল সাড়ে ১০টায় উপজেলা কনফারেন্স কক্ষে আয়োজিত অবহিতকরণ সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. রিয়াজ উদ্দিন।

এতে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. আতাউর রহমান মিল্টন।

অবহিতকরণ সভায় ফুলবাড়ী প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দসহ বিভিন্ন প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) কানিজ আফরোজ বলেন, শহর থেকে প্রত্যান্ত অঞ্চলের মানুষের সুবিধার্থে ও হয়রানী বন্ধ করতে অনলাইনের মাধ্যমে ভূমি উন্নয়ন কর প্রদানের সুযোগ করেছে বর্তমান সরকার। আগামী ৩০ জুনের মধ্যে সকলকে (www.land.gov.bd অথবা www.ldtax.gov.bd) হোল্ডিং রেজিষ্ট্রেশন সম্পন্ন করতে হবে। জুলাই থেকে জমির খাজনা পরিশোধ করা যাবে। কোনপ্রকার হয়রানী ছাড়াই পৃথিবীর যেকোন প্রান্ত থেকে জমির মালিক অনলাইনের মাধ্যমে তাঁর জমির খাজনা পরিশোধ করতে পারবেন।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে