Dr. Neem on Daraz
Victory Day

কুষ্টিয়ায় ৫৬ জনের করোনা সনাক্ত


আগামী নিউজ | হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা প্রতিনিধি প্রকাশিত: জুন ৭, ২০২১, ১১:২৪ এএম
কুষ্টিয়ায় ৫৬ জনের করোনা সনাক্ত

ফাইল ফটো

কুষ্টিয়াঃ গত ২৪ ঘন্টায় কুষ্টিয়া জেলায় নতুন করোনা রোগী শনাক্ত হয়েছেন ৫৬ জন।
 
কুষ্টিয়া জেলা প্রশাসকের এক প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে জানিয়েছেন জেলার করোনা বর্ধমান করোনার সংক্রমণ এর হার বৃদ্ধি পাওয়ায় গতকাল রবিবার (৬জুন) কুষ্টিয়া পিসিআর ল্যাব থেকে প্রাপ্ত তথ্য মোতাবেক৫৬ জন নতুন করোনা রুগী  শনাক্ত হয়েছে।
 
এদের মধ্যে কুষ্টিয়া সদরে ২৫ জন, কুমারখালীতে ১৫ জন দৌলতপুর, ভেড়ামারা ও খোকসায় ২ জন করে এবং মিরপুরে ১ জন সহ সর্ব মোট ৫৬ জন রোগী শনাক্ত হয়েছে। এ পর্যন্ত জেলায় করোনায় আক্রান্ত হয়ে মোট মৃত্যুবরণ করেছে ১১৯ জন। বর্তমানে মোট আইসোলেশন রয়েছে ৩৫৬ জন এদের মধ্যে বিভিন্ন হাসপাতালে আইসোলেশন রয়েছে ৪৩ জন, হোম আইসোলেশন রয়েছে ৩১৪ জন। জেলায় মোট করোনা আক্রান্ত হয়েছেন ৫ হাজার ২০৫ জন। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৪ হাজার ৭২৯ জন।
 
কুষ্টিয়া জেলার সিভিল সার্জন ডাক্তার আনোয়ারুল করিম জানান, করোনার ভয়াবহতা থেকে জনগন রক্ষার্থে আমরা প্রতিটা মিটিংয়ে জানিয়েছি লকডাউন এর জন্য। কিন্তু এখনও পর্যন্ত সেই রকম পরিবেশ না হওয়ায় করোনার আক্রান্ত বর্তমান বৃদ্ধি চলছে।
 
স্বাস্থ্যবিধি মেনে চলতে হবে, এবং মাক্স অবশ্যই পরিধান করতে হবে। সামাজিক দূরত্ব বজায় রাখলে হয়তোবা এই সংক্রমণ রোগ থেকে রক্ষা করা সম্ভব হবে। তবে পাশাপাশি টিকা কার্যক্রম চালু করতে পারলেও হয়তো বা কিছুটা লাঘব হওয়ার সম্ভাবনা রয়েছে। 
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে