Dr. Neem on Daraz
Victory Day

উজিরপুরে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু


আগামী নিউজ | মো: জহির খান,বরিশাল প্রতিনিধি প্রকাশিত: জুন ৬, ২০২১, ০৯:৩২ পিএম
উজিরপুরে বজ্রপাতে শ্রমিকের মৃত্যু

সংগৃহীত

বরিশালঃ জেলার উজিরপুরে নদী থেকে বালু উত্তোলনকারী ড্রেজার মেশিনে কাজ করার সময় বজ্রপাতে নান্টু বালী (৩০) নামে এক শ্রমিকের মৃত্যু হয়েছে। আহত হয়েছেন সুমন খান (২৬) নামেন আরেক শ্রমিক। বিষয়টি নিশ্চিত করেছেন উজিরপুর মডেল থানা পুলিশের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) সুমন হোসেন। 

রোববার (৬ জুন) বিকেল ৪টার দিকে হঠাৎ ঝড় ও বজ্রপাত শুরু হলে উপজেলার সাতলা ইউনিয়নের সাতলা গ্রামে এ ঘটনা ঘটে। বজ্রপাতে নিহত নান্টু বালী ওই এলাকার ইউনুস বালীর ছেলে। আহত সুমন একই এলাকার পল্টু খানের ছেলে। 

পুলিশ জানিয়েছে, রোববার বিকেলে ঝড় ও বৃষ্টির মধ্যে সন্ধ্যা নদীর শাখা কঁচা নদীতে বালু উত্তোলনকারী ড্রেজারে কাজ করছিলেন নিহত নান্টু ও আহত সুমন। এ সময় বজ্রপাতে তারা দু’জনেই গুরুত্বর আহত হন। পরে স্থানীয়রা উদ্ধার করে তাদেরকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক নান্টু বালীকে মৃত বলে ঘোষণা করেন। একই সাথে আশংকাজনক অবস্থায় সুমন খানকে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে