Dr. Neem on Daraz
Victory Day

দুপচাঁচিয়ায় বিধি নিষেধ মানাতে প্রশাসনের সতর্কীকরণ অভিযান


আগামী নিউজ | দেওয়ান পলাশ, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি প্রকাশিত: জুন ৬, ২০২১, ০৯:২৭ পিএম
দুপচাঁচিয়ায় বিধি নিষেধ মানাতে প্রশাসনের সতর্কীকরণ অভিযান

ছবি: আগামী নিউজ

বগুড়াঃ জেলার দুপচাঁচিয়া উপজেলায় করোনা প্রতিরোধে সরকার আরোপিত বিধি নিষেধ মানাতে সতর্কীকরন অভিযান পরিচালনা করেছে প্রশাসন।

রোববার (৬ জুন) সন্ধ্যায় ওই সতর্কীকরন অভিযান যৌথভাবে পরিচালনা করেন নির্বাহী ম্যাজিট্রেট দুপচাঁচিয়া উপজেলা নির্বাহী অফিসার মুহা.আবু তাহির এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট সহকারী কমিশনার (ভূমি) আবু সালেহ মোহাম্মদ হাসনাত।

অভিযানের সময় দুপচাঁচিয়ার প্রাণকেন্দ্র সিও অফিস সংলগ্ন বিভিন্ন মার্কেটের দোকানদারদের সরকার আরোপিত বিধি নিষেধ মানাতে প্রশাসনের পক্ষে কঠোরভাবে সতর্কতা জারী করা হয়।

উল্লেখ্য, রাজশাহী, চাপাইনবাবগঞ্জ ও নওগাঁ জেলায় লকডাউনের প্রেক্ষিতে জনগনের অধিক সতর্কতার লক্ষে শনিবার (৫ জুন) জেলা প্রশাসনের পক্ষে বিধি নিষেধ আরোপ করে প্রজ্ঞাপন জারী করেন বগুড়া জেলা প্রশাসক মো.জিয়াউল হক।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে