Dr. Neem on Daraz
Victory Day

পীরগাছায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন


আগামী নিউজ | একরামুল ইসলাম, পীরগাছা(রংপুর) প্রতিনিধি প্রকাশিত: জুন ৬, ২০২১, ০১:২৯ পিএম
পীরগাছায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন

ছবিঃ আগামী নিউজ

রংপুরঃ জেলারপীরগাছায় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের উদ্বোধন হয়েছে। রবিবার (৬ জুন) সকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হলরুমে উদ্বোধন করেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবু আল হাজ্জাজ।

আগামী ১৯ জুন পর্যন্ত (১৪ দিনব্যাপী) এ ক্যাম্পেইনে পীরগাছা উপজেলার বিভিন্ন কেন্দ্রে সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভিটামিন 'এ' ক্যাপসুল খাওয়ানো হবে। এবার ৬ মাস থেকে ১১ মাস শিশুকে একটি নীল রং ক্যাপসুল এবং ১২ থেকে ৫৯ মাস বয়সের শিশুকে একটি লাল রং এর ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানো হবে।

ভিটামিন 'এ' এর অভাবে শিশুর স্বাভাবিক বৃদ্ধি ব্যাহত হয়, রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যায় এবং রাতকানা ও অন্ধত্বসহ চোখের নানা রোগ দেখা দেয়। তাই শিশুর সুস্থভাবে বেঁচে থাকা,স্বাভাবিক বৃদ্ধি ও দৃষ্টিশক্তির জন্য ভিটামিন ‘এ’ অত্যন্ত গুরুত্বপুর্ণ।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে