রাজশাহীঃ রাজশাহীর সিভিল সার্জন ডা. মো. কাইয়ুম তালুকদার বলেছেন, পাশ্ববর্তী জেলা (চাঁপাইনবাবগঞ্জ) থেকে মানুষ লুকিয়ে চলে আসছে। প্রশাসনের লোকজন দিনরাত ২৪ ঘণ্টায় চেষ্টা করে যাচ্ছেন। তবুও গোপন রাস্তা দিয়ে চলে আসছে। মেইন রাস্তা দিয়ে না এসে, হেটে হেটে আসছে। এটা অবশ্যই সংক্রমনের হার বাড়ার পেছনে দায়ী। তবে লকডাউনই কোনো সমাধান না। সম্প্রতি চাঁপাইনবাবগঞ্জে করোনার ভারতীয় ভ্যারিয়েন্ট ঢুকে উদ্বেগজনক হারে সংক্রমণ বৃদ্ধির বিষয়ে আগামী নিউজকে দেয়া এক সাক্ষাতকারে তিনি এমন মন্তব্য করেন।
এ মন্তব্যের স্বপক্ষে যুক্তি তুলে ধরে ডা. কাইয়ুম তালুকদার বলেন, লকডাউন দেয়ার পরও মানুষ যদি স্বাস্থ্যবিধি না মানে, তাহলে তো লকডাউনের কোনো মূল্য রইল না। সারা বাংলাদেশেই লকডাউন চলছে। আমরা তো লকডাউনের মধ্যেই আছি। লকডাউনের মধ্যে থেকেও আমাদের আচার-আচরণ, চলাফেরা, কাজকর্ম কী লকডাউনের মতো? মোটেও না। কাজেই লকডাউনটা কোনো সমাধান নয়। তিনি বলেন, সমাধান হচ্ছে আমাদের আচার-আচরণ, কার্যকলাপ। এগুলোতে পরিবর্তনে আনতে হবে। মাস্ক পরলে শ্বাসকষ্ট হয় এটা একটা ফালতু ওজুহাত। এটা আপনি পরেন, পরতে পরতে আপনার অভ্যাস হয়ে যাবে। এটা তো একদিনের বিষয় না, দীর্ঘদিনের বিষয়। আপনাকে মাস্ক পরেই চলতে হবে। মাস্ক পরেই মানুষের সাথে কথা বলতে হবে। সারাদিন আপনাদের সঙ্গে কথা বলছি মাস্ক পরে। তাও একটা না, দুইটা মাস্ক পরে। আমরাও তো অভ্যাস্থ হয়েছি।
আগামী নিউজকে দেয়া সাক্ষাতকারের শেষ পর্যায়ে রাজশাহীবাসীর উদ্দেশ্যে সিভিল সার্জন ডা. কাইয়ুম তালুকদার বলেন, মাস্ক পরেই আপনাদের বাঁচতে হবে। এটা যতক্ষণ মানুষের মাথায় না ঢুকবে, ততক্ষণ আমাদের অবস্থার পরিবর্তন হবে না। শনাক্তের হার ওঠানামা করছে। বাড়ছে আবার কমছে। তবে লকডাউন কোনো সমাধান না। সমাধান আপনার মেন্টালিটি। আপনার মেন্টালিটি চেঞ্জ করতে হবে। আপনি লকডাউন না দেন; মাস্ক পরে চলাফেরা করবেন, দেখবেন আপনার করোনা হবে না। অনেকাংশে আপনি সেভ থাকবেন।