Dr. Neem on Daraz
Victory Day

ঠাকুরগাঁওয়ে হাসপাতালে টাকা চুরির অভিযোগে দুই যুবকের কারাদন্ড


আগামী নিউজ | শামসুল আলম, ঠাকুরগাঁও প্রতিনিধি প্রকাশিত: জুন ৫, ২০২১, ০৮:১৭ পিএম
ঠাকুরগাঁওয়ে হাসপাতালে টাকা চুরির অভিযোগে দুই যুবকের কারাদন্ড

ছবি: আগামী নিউজ

ঠাকুরগাঁও: আধুনিক সদর হাসপাতালে শনিবার  (৫ জুন)  সকালে  রোগীর আত্মীয় কাছ থেকে মানিব্যাগের টাকা চুরি করে নেওয়ার অভিযোগে দুই যুবকে তিন মাসের কারাদন্ড প্রদান করেন ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। 

জানা যায় যে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে আগত রোগীরদের আত্মীয় কাছ মানিব্যাগের টাকা চুরি প্রচেষ্টায় শহরের শাহাপাড়া আজিজুল হকের ছেলে মোঃ শফি (৩৫)  ও সরকারপাড়া নিবাসী মোঃ বাপ্পি(২৮) পিতা মোঃ শাহজাদাকে রোগীর সাথে আসা স্বজন ও হাসপাতালের স্টাফরা ধরে ফেলে,খবরটি বাইরে প্রকাশ হলে স্থানীয় জনসাধারণ তাদেরকে গণধোলাই করে,তারপরে বিষয়টি হাসপাতালের আবাসিক চিকিৎসক উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুনকে বিষয়টি জানালে তিনি সদর থানার পুলিশ ফোর্স সহ  তাৎক্ষণিকভাবে সেখানে উপস্থিত হয়ে ঘটনা উদঘাটন করেন এবং দোষীদের কে আটক করেন, পরে তাদেরকে  চুরির বিষয়ে  জিজ্ঞেস করলে,তারা জানান মাদক কিনে সেবন করার জন্য চুরির প্রচেষ্টা করে বলে জানান।

পরে ঠাকুরগাঁও সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন তার অপরাধের জন্য তাদের ৩ মাস করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। উল্লেখ্য যে এর আগে একই অভিযোগে তাদের কারাভোগ করতে হয়েছে।

জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে