Dr. Neem on Daraz
Victory Day

মাগুরায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত


আগামী নিউজ | মোখলেছুর রহমান,মাগুরা জেলা প্রতিনিধি প্রকাশিত: জুন ৫, ২০২১, ০৭:৪১ পিএম
মাগুরায় প্রাণিসম্পদ প্রদর্শনী অনুষ্ঠিত

ছবি: আগামী নিউজ

মাগুরা:  সকলের জন্য নিরাপদ পর্যাপ্ত ও মানসম্মত প্রাণি ও আমিষ সরবরার নিশ্চিত করণের লক্ষ্যে মাগুরা সদর উপজেলার এজি একাডেমী স্কুল মাঠে শনিবার (৫ জুন_ এক প্রাণিসম্পদ প্রদর্শনীর আয়োজন করা হয়। মাগুরা-১ আসনের সংসদ সদস্য সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে এ প্রদর্শনীর উদ্বোধন করেন। 

প্রদর্শনীতে ত্রিশটি স্টলে বিভিন্ন জাতের গরু, ছাগল, ও পশু পাখি প্রদর্শন করা হয়। স্বাস্থ্যবিধি অনুসরণ করে সকাল ১০টা থেকে বিকাল ৪টা পর্যন্ত সকলের জন্য উন্মুক্ত রাখা হয় এ মেলা। 

জেলা প্রশাসক ড. আশরাফুল আলমের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে পুলিশ বিশেষ অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার কামরুল হাসান, জেলা পরিষদ চেয়ারম্যান পঙ্কজ কুন্ডু, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাক্তার মোহাম্মদ হাদিউজ্জামান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান আবু নাসির বাবলু, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন কবীর, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাক্তার আনোয়ারুল করিম, খামারী মিজানুর রহমান চপলসহ গণ্যমান্য ব্যক্তিবর্গ এসময় উপস্থিত ছিলেন। 

ডেইরী উন্নয়ন প্রকল্প (এলডিডিপি) প্রাণি অধিদপ্তর, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সহযোগিতায় জেলা প্রশাসন ও জেলা প্রাণিসম্পদ অধিদপ্তর এ প্রদর্শনীর আয়োজন করে।

অনুষ্ঠানে আমিষের উৎপাদন বৃদ্ধির পাশাপশি নিরাপদ আমিষের যোগান নিশ্চিতকরণের লক্ষ্যে ও প্রাণিসম্পদ প্রতিপালনে খামারীদের উদ্ধুদ্ধকরণসহ আধুনিক কলাকৌশল বিষয়ে অবহিত করা হয়।
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে