Dr. Neem on Daraz
Victory Day

ঠাকুরগাঁওয়ে উত্তরণ পল্লীর আশ্রয়ন প্রকল্প পরিদর্শনে অতিরিক্ত কমিশনার


আগামী নিউজ | শামসুল আলম, ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি প্রকাশিত: জুন ৩, ২০২১, ০৭:৩৭ পিএম
ঠাকুরগাঁওয়ে উত্তরণ পল্লীর আশ্রয়ন প্রকল্প পরিদর্শনে অতিরিক্ত কমিশনার

ছবি: সংগৃহীত

ঠাকুরগাঁওঃ তৃতীয় লিঙ্গের হিজরা  জনগোষ্ঠীর জন্য নির্শিত আশ্রয়ন প্রকল্প ২য় পযায়ের জন্য নির্মিত গৃহ পরিদর্শনে আসেন রংপুর বিভাগীয় অতিরিক্ত কমিশনার (রাজস্ব) আবু তাহের মো: মাসুদ রানা।

বৃহস্পতিবার (৩ ই জুন) সদর উপজেলার নারগুন ইউনিয়নে “আশ্রয়নের অধিকার, শেখ হাসিনার উপহার” ভিত্তিতে নির্মিত গুচ্ছগ্রাম পরিদর্শন করেন।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক কামরুন্নাহার লীনা, সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন, সহকারী কমিশনার (ভূমি) কামরুল হাসান সোহাগ, ইউপি চেয়ারম্যান পয়গাম আলীসহ তৃতীয় লিংগের উপকারভোগীরা উপস্থিত ছিলেন।

এর আগে রংপুর বিভাগীয় অতিরিক্ত কমিশনার (রাজস্ব) আবু তাহের মো: মাসুদ রানা ঠাকুরগাঁওয়ে পৌছালে তাকে ফুলেল শুভেচ্ছা জানান সদর উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল মামুন। তিনি গুচ্ছগ্রামের সদস্যদের সাথে বিভিন্ন বিষয় নিয়ে মত বিনিময় করেন।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে