Dr. Neem on Daraz
Victory Day

ফরিদপুরে অবৈধ জুস কারখানার মেশিন জব্দ করেছে ডিবি পুলিশ


আগামী নিউজ | সুমন ইসলাম, ফরিদপুর জেলা প্রতিনিধি প্রকাশিত: জুন ২, ২০২১, ১১:১৬ পিএম
ফরিদপুরে অবৈধ জুস কারখানার মেশিন জব্দ করেছে ডিবি পুলিশ

ছবি: আগামী নিউজ

ফরিদপুরঃ জেলার কানাইপুর থেকে জেড.এম রাইচ এন্ড কনজুমার লিঃ নামে একটি অবৈধ কারখানায় অভিযান চালিয়ে বিপুল পরিমান ভেজাল জুস ও মসলাসহ জুস তৈরীর মেশিন জব্দ করেছে ডিবি পুলিশ।

বুধবার (২ জুন)  বিকেলে কানাইপুর ইউনিয়নের শোলাকুন্ডু মোঃ আলেপ শেখের গোডাউন থেকে এই অবৈধ উপায়ে তৈরী এসকল ভেজাল জুস জব্দ করা হয়।

এসময় কারখানার মালিক  মোঃ জহিরুল মোল্যাকে না পেয়ে তার কারখানার জুস তৈরীর ৪ শ্রমিককে জিজ্ঞাসাবাদের জন্য পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে।

পুলিশি হেফাজতে নেওয়া শ্রমিকরা হলেন, সদর উপজেলার বসুনরসিংহদিয়া গ্রামের কবির ফকির (২২), ফারুক মাতুব্বর (২১), সালথা উপজেলার আটঘর গ্রামের মিথিলা বেগম (২১) ও ঝিনাইদহ জেলার মহেষপুর উপজেলার ইভা খানম (১৭)।

বিএসটিআই এর ফিল্ড অফিসার রিজাম বৈদ্য জানান, এই কারখানার কোন প্রডাক্টের কোন লাইসেন্স নেই। এটি সম্পূর্ণ অবেধ কারখানা। আমরা এই কারখানার বিরুদ্ধে নিয়মিত মামলা করব।

এস.আই মাহাবুল করিম জানান, কারখানার মালিক মোঃ জহিরুল মোল্যা আগেই পালিয়েছে। আমরা অবৈধ উপায়ে তৈরী এ সকল ভেজাল জুস ও জুস তৈরীর সরঞ্জাম জব্দ করেছি। আমাদের এই অভিযান অব্যাহত থাকবে।
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে