খোকসায় পাট ও পাটবীজ প্রশিক্ষণ কর্মশালা
আগামী নিউজ | হুমায়ুন কবির, কুষ্টিয়া জেলা প্রতিনিধি প্রকাশিত: জুন ২, ২০২১, ০১:৪১ পিএম
ছবিঃ আগামী নিউজ
কুষ্টিয়াঃ "সোনালী আঁশের সোনার দেশ, মুজিব বর্ষের বাংলাদেশ" এ প্রতিপাদ্যকে সামনে রেখে "উন্নত প্রযুক্তিনির্ভর পাট ও পাটবীজ উৎপাদন সম্প্রসারণ শীর্ষক প্রকল্প" এর আওতায় একদিনের কৃষকদের প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়।
বুধবার (২ জুন) কুষ্টিয়া খোকসা উপজেলা পরিষদ অডিটোরিয়ামে যশোর জেলা পাট দপ্তরের সহকারি পরিচালক ওমানের সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খোকসা উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ্ উদ্দীন।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে স্কাইপের মাধ্যমে অংশগ্রহণ করেন পাট অধিদপ্তরের যুগ্ন সচিব মোঃ জিল্লুর রহমান।
উপজেলার ৯' টি ইউনিয়ন থেকে আগত প্রসিদ্ধ ১' শ জন পাট চাষী ও কৃষক দিনব্যাপী এ প্রশিক্ষণে অংশ গ্রহন করেন। উক্ত অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসাবে প্রশিক্ষণ প্রদান করেন কুষ্টিয়া জেলা কৃষি উপ-পরিচালক শ্যামল কুমার বিশ্বাস ও খোকসা উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ সবুজ কুমার সাহা।
জেলা অতিরিক্ত পাট পরিদর্শক মো.সোহরাব উদ্দিন এর সঞ্চালনায় প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মেজবাহ্ উদ্দীন বলেন, প্রযুক্তিনির্ভর প্রশিক্ষণের মাধ্যমে সঠিক সময়ে চাষীদের উন্নত প্রশিক্ষণ প্রদান করলে আমরা কৃষকদের কাছ থেকে ভাল পাট ও পাটবীজ পেতে পারি।
তিনি কৃষকদের আরো বলেন, আপনারা নিজেরাই একজন বিজ্ঞানী। আপনাদের এই বিজ্ঞানসম্মত কৃষি উৎপাদনমুখী জীবনে আমাদেরকে উন্নত সমৃদ্ধ দেশ গড়তে সহায়ক হচ্ছে।
মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাব এর মাঝেও পাট বিভাগের ছাড়াই স্থানীয় কৃষকরা এ প্রশিক্ষণে অংশগ্রহণ করায় সকলকে অভিনন্দন জানানো হয়।