Dr. Neem on Daraz
Victory Day

রৌমারীতে বৃষ্টিতেই ধসে পড়েছে আশ্রায়ন প্রকল্পের নির্মাণাধীন ঘর


আগামী নিউজ | রাজীবপুর(কুড়িগ্রাম)প্রতিনিধি প্রকাশিত: মে ৩১, ২০২১, ১১:১২ পিএম
রৌমারীতে বৃষ্টিতেই ধসে পড়েছে আশ্রায়ন প্রকল্পের নির্মাণাধীন ঘর

ছবিঃ সংগৃহীত

কুড়িগ্রামঃ গত কয়েক দিনের সামান্য বৃষ্টিতেই ধসে পড়েছে আশ্রায়ন প্রকল্পের নির্মাণাধীণ প্রধানমন্ত্রীর উপহারের ঘর। কুড়িগ্রামের রৌমারীতে মুজিব শতবর্ষ উপলক্ষে ভূমিহীনদের জন্য নির্মাণাধীন অবস্থায় ৪ টি ঘর ধসে পড়েছে।

রবিবার দিবাগত মধ্যরাত থেকে শুরু হওয়া বৃষ্টিতে উপজেলার দাঁতভাঙা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডে নির্মাণাধীন ২৬টি ঘরের মধ্যে চারটি ঘর ধসে পড়ে বলে নিশ্চিত করেছেন রৌমারী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মো. আজিজুর রহমান।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার দাঁতভাঙা ইউনিয়নের ৯ নং ওয়ার্ডের বগারচর গ্রামে প্রথম পর্যায়ে ৯টি ঘর নির্মাণ করে হস্তান্তর করা হয়। পরে দ্বিতীয় পর্যায়ে সেখানে আরও ২৬টি ঘর নির্মাণের কাজ চলমান রয়েছে।ঘর গুলোর নির্মাণ কাজও প্রায় শেষ পর্যায়ে। রবিবার মধ্যরাত থেকে বৃষ্টি  হলে নির্মাণাধীন এসব ঘরের ভিত্তি ওয়ালের পাশের মাটি সরে গিয়ে চারটি ঘর ধসে পড়ে।সোমবার সকালে ধসে পড়া ঘর গুলো দেখতে পায় স্থানীয়রা।

স্থানীয়দের অভিযোগ, নির্মাণ ত্রুটির কারণে সামান্য বৃষ্টিতেই এসব ঘর ধসে পড়েছে। মাটি ভরাটের পর পর্যাপ্ত শক্ত হওয়ার আগেই তাড়াহুড়ো করে ঘর নির্মাণ করায় এমনটি হয়েছে। মাটি ভরাটের পর কিছুদিন সময় নিয়ে  ঘর গুলো নির্মাণ করলে এমন সমস্যা হতো না।

নির্মাণ ত্রুটি কিংবা নিম্নমানের নির্মাণ সামগ্রী ব্যবহারের বিষয়টি অস্বীকার করেছেন পিআইও আজিজুর রহমান। তিনি জানান, মূলত বৃষ্টির পানির প্রবাহে ঘরের পাশের মাটি সরে গিয়ে ঘরগুলোর ওয়াল ধসে গেছে।

পিআইও আরও বলেন, আমরা খবর পাওয়ার পরই ইউএনও স্যারসহ ঘটনাস্থল পরিদর্শন করে দ্রুততার সঙ্গে ক্ষতিগ্রস্ত ঘরগুলো মেরামতের ব্যবস্থা নিয়েছি। এগুলো ভেঙে ফেলে আবারও নতুন করে গেঁথে তোলা হবে। পাশাপাশি মাটি সরে গিয়ে সৃষ্টি হওয়া গর্তগুলো ভরাটের ব্যবস্থা নেওয়া হয়েছে। আশা করছি পরবর্তীতে ভারি বর্ষণ হলেও আর এমন সমস্যা হবে না।

রৌমারী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আল ইমরান জানান, ‘দ্বিতীয় পর্যায়ে নির্মাণাধীন ওই ঘরগুলোতে এখনও ছাউনি দেওয়া হয়নি। এরমধ্যে সারারাত বৃষ্টিপাত হওয়ায় ঘরের ভেতর ও বাইরে বৃষ্টির পানির প্রবাহে স্রোত তৈরী হয়ে ঘরের পাশের মাটি সরে গিয়ে চারটি ঘরের ওয়াল ধসে গেছে। আমরা তাৎক্ষণিক সেগুলো মেরামতের ব্যবস্থা নিয়েছে। ক্ষতিগ্রস্ত ঘরগুলো আবারও নির্মাণ করা হবে।

মাটি ধরে রাখতে প্রকল্পের চারপাশে গাইড ওয়াল নির্মাণ করা হবে জানিয়ে ইউএনও আরও বলেন, ঘর নির্মাণে ইট, সিমেন্ট বা বালুর কোনও কমতি করা হয়নি। এর আগে ওই স্থানে যেসব ঘর হস্তান্তর হয়েছে সেগুলোতে কোনও সমস্যা হয়নি। মূলত ওই এলাকার মাটিগুলো বালুময় হওয়ায় সামান্য বৃষ্টিতে সেগুলো ধুয়ে যায়। এজন্য আমরা এবার মাটি ভরাট ও কম্পেকশনের কাজ করার পাশাপাশি মাটি ধরে রাখতে গাইড ওয়াল নির্মাণের উদ্যোগ নিচ্ছি।

উপজেলা প্রশাসনের দেওয়া তথ্য মতে, প্রধানমন্ত্রীর কার্যালয়ের আশ্রয়ণ-২ প্রকল্পের আওতায় ‘ভূমিহীন ও গৃহহীনদের পুনর্বাসন প্রকল্প’ নামে মুজিব শতবর্ষে রৌমারীতে প্রথম পর্যায়ে ৫০টি ঘর নির্মাণ করে তা ভূমিহীন পরিবারগুলোকে হস্তান্তর করা হয়েছে। দ্বিতীয় পর্যায়ে সেখানে ২০১টি ঘরের বরাদ্দ পাওয়া গেছে। এর মধ্যে ১৬১টি ঘর নির্মাণের কাজ চলছে ।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে