Dr. Neem on Daraz
Victory Day

টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে এফবিসিসিআইর সভাপতির শ্রদ্ধা


আগামী নিউজ | সৈয়দ আকবর হোসেন, গোপালগঞ্জ প্রতিনিধি প্রকাশিত: মে ২৯, ২০২১, ০৭:৪৯ পিএম
টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে এফবিসিসিআইর সভাপতির শ্রদ্ধা

ছবি: আগামী নিউজ

গোপালগঞ্জঃ ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এফবিসিসিআই) এর সভাপতি মো. জসিম উদ্দিন বলেছেন, কোভিডে যেসব প্রান্তিক ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হয়েছে তাদের জন্য আগামী বাটেজে প্রনোদনার ব্যবস্থা করবে সরকার আমরা এমনটাই আশা করছি। ব্যবসায়ীদের জন্য প্রনোদনার প্যাকেজ থাকবে যাতে তারা ঘুরে দাঁড়াতে পারেন। দ্বিতীয় ধাপে কানোরায় আবারো ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্থ হয়েছে। আশা করি এবারের বাজেটে ক্ষুদ্র ও মাঝারি ব্যবসায়ীদের জন্য আরো একটি প্যাকেজ রাখবে সরকার।

শনিবার (২৯ মে)  দুপুরে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন। 

তিনি আরো বলেন, ইতিমধ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ১ লক্ষ ৯ হাজার কোটি টাকার একটি প্যাকেজ দিয়েছেন। এতে আমদানী ও রপ্তানীকারকরা উপকৃত হয়েছেন। এরমধ্যে ছোট ব্যবসাযীদের জন্য ২০ হাজার কোটি টাকার ফান্ড বরাদ্দ রাখা হয়েছিল। এ টাকা অনেকে পেয়েছেন আবার অনেকে পানয়নি। যারা পাননি তাদের কাছে কিভাবে পৌঁছে দেয়া যায় সে বিষয়ে সিদ্ধান্ত নেয়া হচ্ছে। বঙ্গবন্ধুর সোনার বাংলা ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিশন ২০২১ বাস্তবায়নে ব্যবসায়ীরা কাজ করবে। 

এর আগে এফবিসিসিআই-এর সভাপতি মো. জসিম উদ্দিনের নেতৃত্বে বঙ্গবন্ধুর সমাধি সৌধ বেদীতে পুস্পমাল্য অর্পণ করে গভীর শ্রদ্ধা জানায় নেতৃবৃন্দ। পরে বঙ্গবন্ধু ও ১৫ আগষ্ট পরিবারের শহীদ সদস্যদের রুহের মাগফেরাত কামনা করে ফাতেহা পাঠ ও বিশেষ মোনাজাতে অংশ নেন। এ সময় এফবিসিসিআইয়ের নব নির্বাচিত সহ-সভাপতি মোস্তফা আজাদ চৌধুরী, বাংলা টিভির পরিচালক ও এফ,বি,সি,সি,আইর ভাইস প্রেসিডেন্ট আমিন হেলালী, এম এ মোমেন, হাবিবুল্লাহ ডন, আমিনুল হক শাহীন, শমী কায়সারসহ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। 
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে