Dr. Neem on Daraz
Victory Day

যশোরে করোনায় আক্রান্ত নারীর মৃত্যু


আগামী নিউজ | বিল্লাল হোসেন, যশোর প্রতিনিধি প্রকাশিত: মে ২৭, ২০২১, ০৯:০৬ পিএম
যশোরে করোনায় আক্রান্ত নারীর মৃত্যু

যশোরঃ জেলায় করোনায় আক্রান্ত হয়ে এক নারী মারা গেছে। যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার (২৭ মে)  সন্ধ্যায় তিনি মারা যান। মৃতের নাম বিউটি খাতুন (৩৭)। তিনি যশোর শহরতলী নওদাগ্রামের সাহেব আলীর স্ত্রী।

রেডজোনে দায়িত্বরত সেবিকা জানিয়েছেন, করোনায় আক্রান্ত হয়ে গত ২৫ মে বিউটি খাতুন রেডজোনে ভর্তি হয়েছিলেন। বৃহস্পতিবার সন্ধ্যায় মারা যাওয়ার পর মৃতদেহ তার স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে