Dr. Neem on Daraz
Victory Day

হাতিয়ার বঙ্গোপসাগরে বিকল জাহাজের ১২ ক্রু উদ্ধার


আগামী নিউজ | মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী প্রতিনিধি প্রকাশিত: মে ২৬, ২০২১, ০৭:৫৯ পিএম
হাতিয়ার বঙ্গোপসাগরে বিকল জাহাজের ১২ ক্রু উদ্ধার

সংগৃহীত

নোয়াখালীঃ ঘূর্ণিঝড় ইয়াসের প্রভাবে হাতিয়ার ভাসানচর সংলগ্ন বঙ্গোপসাগরে বিকল হওয়া পাথর বোঝাই এম ভি সানভ্যালি ৪ জাহাজের ১২ ক্রুকে অক্ষত উদ্ধার করেছে বাংলাদেশ বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার।

বুধবার (২৬ মে) দুপুর ১টার দিকে হাতিয়া দ্বীপের ভাসানচর সংলগ্ন বঙ্গোপসাগর থেকে তাদের উদ্ধার করা হয়। এর আগে, গত মঙ্গলবার রাত ৮টার দিকে চট্রগাম থেকে ঢাকার হাছনাবাদ যাওয়ার পথে পাথর বোঝাই জাহাজটি হাতিয়ার ভাসানচর সংলগ্ন বঙ্গোপসাগর এলাকায় পৌঁছলে সাগরের পানির প্রচন্ড চাপে জাহাজের বিম,হলকা, তেরফাল ভেঙ্গে ভেতরে ঢুকে জাহাজটি বিকল হয়ে পড়ে।

এম ভি সানভ্যালি ৪ জাহাজের ড্রাইভার মো.আশরাফুল আলম এ সব তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন, জাহাজ বিকল হয়ে পড়লে আমরা পানি কম দেখে জাহাজ নিরাপদে এংকর করি। জাহাজকে নিরাপদে রেখে দুর্ঘটনার খবর সংশ্লিষ্টদের জানালে দুপুর ১টার বিমান বাহিনীর দুটি হেলিকপ্টার ১২জন ক্রুকে অক্ষত অবস্থায় উদ্ধার করে। তিনি আরো জানান, জাহাজ এখনো নিরাপদ অবস্থায় রয়েছে।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে