Dr. Neem on Daraz
Victory Day

দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত নোয়াখালীর ৩৯০টি সাইক্লোন শেল্টার প্রস্তুত


আগামী নিউজ | মুজাহিদুল ইসলাম সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধি প্রকাশিত: মে ২৪, ২০২১, ০৭:২০ পিএম
দুর্যোগ মোকাবেলায় প্রস্তুত নোয়াখালীর ৩৯০টি সাইক্লোন শেল্টার প্রস্তুত

ফাইল ফটো

নোয়াখালীঃ ঘূর্ণিঝড় ইয়াস উপলক্ষে করনীয় নিয়ে নোয়াখালীতে প্রস্তুতিসভা সম্পন্ন হয়েছে। মঙ্গলবার সকাল থেকেই সকল ধরনের সাইক্লোন শেল্টার খুলে দেয়া হবে। 

সোমবার (২৪ মে)  দুপুরে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির ভার্চুয়াল সভা অনুষ্ঠিত হয়।
 
সভা শেষে জেলা প্রশাসক মোহাম্মদ খোরশেদ আলম খান জানান, জরুরি অবস্থা মোকাবেলার জন্য উপকূলীয় এলাকার স্কুলগুলোর চাবি প্রশাসনের নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ডকে উপকূলীয় অঞ্চলের বেড়িবাঁধগুলো দেখ ভাল করার জন্য নির্দেশনা দেওয়া হয়েছে।

ঘূর্ণিঝড় ইয়াস থেকে নোয়াখালীর উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের ক্ষয়ক্ষতি থেকে রক্ষায় ৩৯০ সাইক্লোন শেল্টার প্রস্তুত রয়েছে। জরুরি প্রয়োজনে উপজেলা গুলোতে সর্বমোট ২ কোটি ৪৪ লাখ টাকা মজুদ রাখা হয়েছে। দুর্যোগের আগে ও পরে চিকিৎসাসেবা নিশ্চিত করতে মেডিকেল টিম গঠন করার নির্দেশ দেওয়া হয়েছে।
 
দুর্ঘটনা থেকে রক্ষার জন্য জেলা-উপজেলা প্রশাসন, জেলা-থানা পুলিশ প্রশাসন, স্বাস্থ্য বিভাগের হটলাইন নম্বরগুলো ২৪ ঘণ্টা চালু থাকবে। নম্বরগুলো জনসাধারণের জন্য প্রচারের ব্যবস্থা করা হয়েছে।
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে