Dr. Neem on Daraz
Victory Day

দুপচাঁচিয়ায় লকডাউন বাড়লেও কমছে জনসচেতনতা


আগামী নিউজ | দেওয়ান পলাশ, দুপচাঁচিয়া (বগুড়া) প্রতিনিধি প্রকাশিত: মে ২৪, ২০২১, ০৬:০৬ পিএম
দুপচাঁচিয়ায় লকডাউন বাড়লেও কমছে জনসচেতনতা

ছবি: আগামী নিউজ

বগুড়াঃ জেলার দুপচাঁচিয়া উপজেলায় লকডাউনের মেয়াদ বাড়লেও  কমে আসছে জনসচেতনতা। সরকার ঘোষিত বর্ধিত মেয়াদের লকডাউনের প্রথমদিন সোমবার (২৪ মে) সকাল থেকেই উপজেলা সদরে চলাচলরত জনসাধারনের উপর লকডাউনে আরোপিত বিধি নিষেধের প্রভাব দেখা যায়নি তেমনভাবে।

উপজেলার প্রাণকেন্দ্র সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় সকাল থেকেই জনজটলা দেখা গেছে। এছাড়া সিও অফিস বাসস্ট্যান্ড সংযুক্ত আক্কেলপুর ও তালোড়া রোডেও ভিড় বেড়েছে অস্বাভাবিক হারে। ওই এলাকায় সামাজিক দুরুত্ববিহীন চলাফেরায় মাস্ক পড়ার হার উদ্বেগজনক।

উপজেলার বিভিন্ন মার্কেটে কেনাবেচা চলছে স্বাস্থ্যবিধির তোয়াক্কা না করে। হোটেল রেস্টুরেন্টগুলিতে ভিড় বাড়লেও নেই সামাজিক দূরত্ব। এছাড়া ফুটপাতগুলিতেও জনজটলায় স্বাস্থ্যবিধি হয়ে পড়েছে অনিয়ন্ত্রিত।

উল্লেখ্য, করোনা ভাইরাস সংক্রমণ উর্ধগতির জন্য ৫ এপ্রিল থেকে দেশব্যাপী শুরু হওয়া লকডাউন দফায় দফায় বাড়ানো হয়।
 

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে