Dr. Neem on Daraz
Victory Day

বরিশালে লঞ্চ চলাচল শুরু, বালাই নেই স্বাস্থ্যবিধির


আগামী নিউজ | বরিশাল ব্যুরো প্রকাশিত: মে ২৪, ২০২১, ০১:৫৩ পিএম
বরিশালে লঞ্চ চলাচল শুরু, বালাই নেই স্বাস্থ্যবিধির

বরিশালঃ সোমবার (২৪ মে) সকাল ৬টা থেকে বরিশালের অভ্যন্তরীণ সবগুলো রুটে যাত্রী পরিবহন করছে ছোট লঞ্চ। এসব লঞ্চে যাত্রীদের মাস্ক পরিধান বাধ্যতামূলক করে মালিক-শ্রমিকদের নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন বরিশাল নদী বন্দর কর্মকর্তা ও বিআইডব্লিউটিএর উপ-পরিচালক মোস্তাফিজুর রহমান।

তিনি জানান, আমরা এখন মাস্ক পরিধানের ওপর বিশেষ গুরুত্ব আরোপ করছি। নদী বন্দরে যাত্রীদের স্বাস্থ্যবিধি অনুসরণে উৎসাহিত করতে কাজ করছি।

এমভি মানামী লঞ্চের মাস্টার আসাদুজ্জামান আসাদ বলেন, নির্দেশনা পাওয়ার পর লঞ্চ ধুয়ে-মুছে প্রস্তুত করা হয়েছে। আজ সন্ধ্যায় যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে যাত্রা করব আমরা। তিনি আরও বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী অর্ধেক যাত্রী নিয়ে যাতায়াত করবে। পূর্বে ডেকে জনপ্রতি ভাড়া ছিল ২০০ টাকা। যা বর্তমানে ৪০০ টাকা করে নেওয়া হবে বলে জেনেছি। তবে কেবিনের ভাড়া আগের মতোই থাকবে।

নদী বন্দর ঘুরে দেখা গেছে, খুব সকাল থেকেই বিভিন্ন গন্তব্যে যাতায়াতের জন্য পন্টুনে ভিড় করছেন যাত্রীরা। এ সময় সামাজিক দূরত্ব বজায় রাখতে দেখা যায়নি। যাত্রীরা পন্টুনে সামাজিক দূরত্ব এবং মাস্ক সঠিকভাবে না পরলেও লঞ্চে উঠার সময় মাস্ক পরে উঠছেন। আবার লঞ্চ ছেড়ে যাওয়ার পরে মাস্ক খুলে ফেলেন বলে একাধিক লোক জানিয়েছেন।

ভোলার উদ্দেশে যাত্রী নিয়ে সদরঘাট ত্যাগ করা লঞ্চের মাস্টার জানান, স্বাস্থ্যবিধি মেনেই যাত্রী নিয়ে ভোলার উদ্দেশে যাত্রা করেছি। দুপুর দেড়টার দিকে ভোলা ঘাটে পৌঁছাব। তিনি বলেন, অনেক আন্দোলনের পর অনুমতি পেয়েছি। এবার স্বাস্থ্যবিধি মেনে চলাচলে যাত্রীদের বাধ্য করব।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে