স্বাস্থ্য বিভাগ বলছে, করোনাভাইরাসের প্রথম ডোজ নেয়ার ১৬ সপ্তাহ পরও নেয়া যাবে দ্বিতীয় ডোজ। এ নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নেই।
রাজশাহী বিভাগের আট জেলায় ছয় লাখ ৬৩ হাজার ৯শ' ৬৭ জন করোনার টিকা নিয়েছেন। এর মধ্যে তিন লাখ ৯৩ হাজার ৬৯ জন নিয়েছেন দ্বিতীয় ডোজ। আর, দুই লাখ ৭০ হাজার ৮শ' ৯৮ জন দ্বিতীয় ডোজের অপেক্ষায়।
মজুত শেষ হওয়ায় গেল বৃহস্পতিবার থেকে রাজশাহী জেলা, নাটোর, চাঁপাইনবাবগঞ্জ, পাবনা, জয়পুরহাট, সিরাজগঞ্জ ও নওগাঁয় টিকাদান কার্যক্রম বন্ধ। বগুড়ায় মাত্র চার হাজার ডোজ রয়েছে।
টিকা শেষ হওয়ায় দ্বিতীয় ডোজ পাওয়া নিয়ে অনিশ্চয়তা ও আতংকে প্রথম ডোজ গ্রহণকারীরা। স্বাস্থ্য বিভাগ বলছে, দ্বিতীয় ডোজ প্রত্যাশীদের জন্য টিকা সংগ্রহের চেষ্টা চলছে।
রাজশাহীর সিভিল সার্জন ডাক্তার কাইয়ুম তালুকদার বলেন, 'আমাদের স্বাস্থ্য মন্ত্রণালয়, স্বাস্থ্যমন্ত্রী সকলেই কিন্তু বিভিন্ন দিক থেকে অনেক চেষ্টা করছে যে ১৫-২০ লাখ টিকা কম আছে সেগুলো আনার। প্রথম ডোজ গ্রহণকারীরা ২য় ডোজ সময়মতই পাবে আশাকরি।'
চাঁপাইনবাবগঞ্জের সিভিল সার্জন ডাক্তার জাহিদ নজরুল চৌধুরী বলেন, 'প্রথম ডোজ যদি কেউ পেয়ে থাকে ২য় ডোজও পাবে চিন্তার কিছু নেই ব্যবস্থা হয়ে যাবে। ভ্যাকসিন হাতে আসেলই আমরা মেসেজ দিয়ে জানিয়ে দিবো।'