Dr. Neem on Daraz
Victory Day

মাগুরায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ


আগামী নিউজ | মোখলেছুর রহমান, মাগুরা জেলা প্রতিনিধি প্রকাশিত: মে ২২, ২০২১, ০৫:২৭ পিএম
মাগুরায় দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ

ছবিঃ আগামী নিউজ

মাগুরাঃ আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্রে আজ শনিবার দিনব্যাপী মসলা জাতীয় ফসলের আধুনিক উৎপাদন কলাকৌশল শীর্ষক কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কৃষি মন্ত্রণালয়ের উপ-সচিব (আইন অধিশাখা) আব্দুর রহিম।

আঞ্চলিক মসলা গবেষণা কেন্দ্রের উর্ধ্বতন বৈজ্ঞানীক কর্মকর্তা মনিরুজ্জামানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাগুরা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক সুশান্ত কুমার প্রামাণিক। প্রশিক্ষণে মোট ৩৫ জন কৃষক কৃষাণী অংশ নেয়।

সেখানে মষলা চাষের কলাকৌশল ও লাভজনক দিক তুলে ধরা হয়। কৃষকরা এ বিষয়ে তাদের নিজ নিজ অভিমত ও সমস্যার কথা তুলে ধরেন।

আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে