Dr. Neem on Daraz
Victory Day

দিনাজপুরে করোনায় আরও ২ জনের মৃত্যু


আগামী নিউজ | দিপংকর রায়, দিনাজপুর জেলা প্রতিনিধি প্রকাশিত: মে ২২, ২০২১, ০৫:০৭ পিএম
দিনাজপুরে করোনায় আরও ২ জনের মৃত্যু

ফাইল ফটো

দিনাজপুরঃ আজ ২৪ ঘন্টায় নতুন শনাক্ত ২০,  সুস্থ্য ১৪ , মৃত্যু ২, ফলোআপ পজিটিভ ৭ জন।

সিভিল সার্জন অফিসের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, আজ ২২শে মে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া মহামারী করোনা ভাইরাসে (কোভিড-১৯) প্রতিদিনই বাড়ছে মৃত্যুর সংখ্যা।  
 
আজও গত ২৪ ঘন্টায় দিনাজপুর জেলায় নতুন করে মৃত্যু ২ জন, এ পর্যন্ত জেলায়  প্রাণ হারাল ১২৪ জন। 
এছাড়া গত ২৪ ঘন্টায়  জেলায় নতুন করে আরও ২১ জনের দেহে করোনা ভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্ত করোনা রোগীদের মধ্যে ১২ জনই সদর উপজেলার বাসিন্দা, চিরিরবন্দর ১, হাকিমপুর ৪, বিরল ২, চিরিরবন্দর ১, পার্বতীপুর উপজেলার ১ জন।
 
বর্তমান রোগীর সংখ্যা ১৫৭ আর হাসপাতালে ভর্তি আছে ১৮জন। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১৪ জন।       
 
জেলায় এখন পর্যন্ত করোনা শনাক্ত ৫ হাজার ৬৪৭ জন মোট সুস্থ  ৫ হাজার ৩৬৬ জন।
আগামী নিউজ এর সংবাদ সবার আগে পেতে Follow Or Like করুন আগামী নিউজ এর ফেইসবুক পেজ এ , আগামী নিউজ এর টুইটার এবং সাবস্ক্রাইব করুন আগামী নিউজ ইউটিউব চ্যানেলে